পশ্চিমবঙ্গ

দামোদরের জলে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু কলেজ পড়ুয়ার

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: তিন বন্ধু মিলে দামোদরের জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল গেল এক কলেজ পড়ুয়া যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের চৈতপুর এলাকায় দামদরে নদে। ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রকাশ ঝা (১৯)। পরে সিভিল ডিফেন্সের সদস্যরা দেহটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

জানাগিয়েছে, এদিন দুপুরে দুই বন্ধুর সঙ্গে দামোদর নদে স্নান করতে নামে প্রকাশ। অন্য দুই বন্ধু সুমন বোস, শর্মা সরেন স্নান করার পর পাড়ে উঠে গেলেও প্ৰকাশ তখনও জলেই ছিল। কিছুক্ষন পর প্রকাশ কে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে অন্য দুই বন্ধু। কিন্তু তাঁকে জলে দেখতে না পেয়ে স্থানীয় লোকজনকে ডাকাডাকি করে তারা। পরে ঘটনার খবর পেয়ে রায়না ও বর্ধমান থানার পুলিশ গিয়ে পৌঁছায়। উদ্ধারকারী দলকে খবর দেওয়া হলে ডুবুরিরা নেমে দেহটি উদ্ধার করে।

Advertisement