রাজনীতি

ঠিকাদারির বরাত নিয়ে খন্ডঘোষে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব! ব্যাপক মারধর, বর্ধমান মেডিকেলে ভর্তি আশঙ্কাজনক তিনজন, গ্রেপ্তার তিন

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: ভোট মিটতেই শাসক দলের গোষ্ঠী কোন্দলে তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের খন্ডঘোষের উখরিদ গ্রামে। অভিযোগ, ব্লক সভাপতির গোষ্ঠীর সঙ্গে বিধায়ক গোষ্ঠীর বিরোধের জেরে সোমবার রাতে খণ্ডঘোষের উখরিদের শেরপাড়ায় হামলার  ঘটনায় জখম হল পাঁচ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাতেই ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। জখম পাঁচ জনের মধ্যে উখরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হাবিবুর রহমান, তার ছেলে সেখ মেহবুব রহমান ওরফে আকাশ ও ভাইপো সেখ মাইনুল রহমান এর আঘাত গুরুতর বলে জানা গেছে।

আক্রান্ত মেহবুব রহমানের দাবী, তারা খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের অনুগামী। তার অভিযোগ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের (ফাগুন) নির্দেশে তার অনুগামীরা হঠাৎই আক্রমণ করে। তারা গ্রামের শেরপাড়ায় বসে ছিলেন। সেই সময় হঠাৎই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে একদল দুষ্কৃতী মোটর সাইকেল নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। তাদের হাতে ছিল রড, লাঠি ও টাঙ্গি। ব্লক সভাপতির ভাই ও ছেলে ঠিকাদারি করছে। অপার্থিব ইসলামের সঙ্গে অঞ্চল সভাপতির দ্বন্দ্বের কারণ ঠিকাদারি নিয়ে। গোটা ব্লকের সব ঠিকাদারি কাজ করবে অপার্থিব ইসলামের ছেলে ও ভাইপো। সেটা নিয়ে বাধা দেওয়ায় অশান্তির সূত্রপাত।

এলাকার স্থানীয় বাসিন্দা আলি হোসেন মণ্ডল বলেন, বিধায়কের গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি অনুগামীদের দ্বন্দ্বের জন্যই গ্রামে মারপিট ও অশান্তি হয়। গতকাল রাতে শেরপাড়ায় অতর্কিতে হামলা চালায় ব্লক সভাপতির লোকজন। জখম পাঁচজনকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খণ্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে প্রথমে তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে বিধায়ক নবীন চন্দ্র বাগের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায় নি।

অন্যদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, এই ঘটনার বিষয়ে আমার কিছু জানা নেই। আর গোষ্ঠী কোন্দল বা বিবাদের কোন বিষয়ই নয়। মারধরের ঘটনায় আক্রান্ত উখরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমানের স্ত্রী আসমতারা বেগম খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষা। অভিযোগ, ব্লক সভাপতির ছেলেকে ব্লকের সমস্ত কাজের বরাত পাইয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্ব রয়েছে দু পক্ষের। আক্রান্তদের অভিযোগ, এই কারণেই হামলা চালানো হয়েছে। এমনকি ঘটনায় তৃণমূলেরই অঞ্চল সভাপতির উপর আক্রমণ চালানো হয়েছে। ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে খন্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেছেন আসমাতারা বেগম শেখ। পুলিশ ঘটনায় যুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। 

Recent Posts