বর্ধমানে বিজেপির সভাপতি বদল চেয়ে পোস্টার ঘিরে বিতর্ক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ফের বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতির পরিবর্তন চেয়ে পোস্টার পড়ল বর্ধমান শহরে। প্রাক্তন সভাপতি সন্দীপ নন্দীকে সভাপতি চেয়ে পোস্টার পরা কে ঘিরে ইতিমধ্যেই আলোড়ন ছড়িয়েছে বিজেপির অন্দরে। “দাদা আমরা তোমাকেই বর্ধমান জেলা বিজেপির সভাপতি চাই” লেখা বিজেপির এই পোষ্টারের নিচে ‘বিজেপি জেলা কার্যকর্তা বৃন্দ’ বলে লেখা রয়েছে। আর রবিবার সকাল থেকেই বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় এইধরনের একাধিক পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যেই শাসকদলের পক্ষ থেকে এই ঘটনাকে বিজেপির সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্বের জের বলেই উল্লেখ্য করা হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসই দায়ী। বিজেপির কোন কার্যকর্তা এই ধরনের কাজের সাথে যুক্ত নয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য বিজেপির বর্তমান সাংগঠনিক জেলার সভাপতি আছেন অভিজিৎ তা। এর আগেও একাধিকবার অভিজিৎ বাবুর অপসারণ চেয়ে দলেরই একাংশ কর্মী সমর্থক সোচ্চার হয়েছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও দলের একাংশ কর্মীরা অভিজিৎ তা এর অপসারণ চেয়ে পোস্ট করেছিলেন। এবার সরাসরি দলের প্রাক্তন সভাপতি বর্তমানে রাজ্য কমিটির সদস্য সন্দীপ নন্দীর ছবি দিয়ে পোস্টার পড়ার পর স্বাভাবিকভাবেই বিজেপির দলের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

এই বিষয়ে সংবাদ মাধ্যমে অভিজিৎ তা বলেন,” বিজেপিতে এইভাবে সভাপতি বদল হয়না। তাই এই কাজ বিজেপির কারুর বলে আমি মনে করিনা। আমাদের নবান্ন অভিযানের আগে মানুষ কে বিভ্রান্ত করতে বিরোধীরা চক্রান্ত করে এই কাজ করেছে। যারা বিজেপি কে ভয় পায় তারাই এই কাজ করেছে। রাজ্য শাসক দল হতে পারে, আবার সিপিএম এখন দুনম্বর হওয়ার আশায় একটু লাফাচ্ছে, তারাও করতে পারে। আমাদের দলে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমাদের কর্মীরাও পদ্ম ফুলের প্রতি অনুরাগী, কোনো ব্যক্তির প্রতি নয়। সুতরাং আমাদের দলের কর্মীরা দলের নীতি, আদর্শ ও কাঠামো সম্পর্কে ওয়াকিবহাল। তাই এই কাজের সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়।”

অন্যদিকে তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন,” ওটা রাজনৈতিক দল নয়, মদ মাতালদের ক্লাব। ওদের নেতা তথাগত রায়ই তো বলেছেন, বিজেপি মনিকাঞ্চনের দল। তাই ওই দলে এইসব হবে না তো কি হবে! কে কিসের ভাগ নেবে, কে কতটা পেলনা এইসব নিয়েই ওদের নেতারা ব্যস্ত। তাই এই ধরনের পোস্টার ওদের দলেরই কালচার।”

আরো পড়ুন