রাজনীতি

মঙ্গলবার রাজ্যে দশম পঞ্চায়েত নির্বাচনের গণনা, শুরু সকাল ৮টায়

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: আগামিকাল রাজ্যে দশম পঞ্চায়েত নির্বাচনের গণনা। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। প্রথমে গণনা হবে ই ডি (ইলেকশন ডিউটি) ভোট। গোটা রাজ্যে মোট ৩৩৯টি জায়গায় গণনা হবে। সবচেয়ে বেশি গণনা কেন্দ্র থাকছে মুর্শিদাবাদের ২৬ টি। গণনা কেন্দ্রগুলিতে থাকছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য সশস্ত্র পুলিশের নিরাপত্তা। প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী।

এক নজরে কোন জেলায় ক’টি গণনা কেন্দ্র –
আলিপুরদুয়ার ৬ টি
বাঁকুড়া ২২ টি
বীরভূম ১৯ টি
কোচবিহার ১২ টি
দক্ষিণ দিনাজপুর ৮ টি
দার্জিলিঙ ৫ টি
হুগলিত ১৮ টি
হাওড়া ১৪ টি
জলপাইগুড়ি ১০ টি
ঝাড়গ্রাম ৮ টি
কালিম্পং ৪ টি
মালদা ১৫ টি
মুর্শিদাবাদ ২৬ টি
নদিয়া ১৮টি
উত্তর ২৪ পরগনা ২২টি
পশ্চিম বর্ধমান ৮টি
পূর্ব বর্ধমান ২৩ টি
পশ্চিম মেদিনীপুর ২১ টি
পূর্ব মেদিনীপুর ২৫ টি
পুরুলিয়া ২০ টি
দক্ষিণ ২৪ পরগনা ২২
উত্তর দিনাজপুর ৮টি

Recent Posts