---Advertisement---

রক্তদানের মাধ্যমে বিবাহবার্ষিকী পালন দম্পতির

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আমিরুল আর রিংকি বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন তিন বছর। গত দুবছর অতিমারী করোনার প্রকোপে তারা তাদের মনের ইচ্ছা সেইভাবে পূরণ করতে পারেননি। আক্ষেপ ছিলই। সংসার জীবনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা রক্ষায় এই নব দম্পতি নানান সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। তাই এবার তাদের তৃতীয় বিবাহবার্ষিকী যাতে একটু অন্যরকম ভাবে পালন করা যায়, সর্বোপরি জনস্বার্থে কিছু উদ্যোগ নেওয়া যায় সে ব্যাপারে চিন্তাভাবনা ছিলই। আর তাই ‘রক্তদান, মহৎ দান’ এই বার্তা কে সামনে রেখে সামাজিক ক্রান্তি ট্রাস্ট ও নবাবহাট এলাকায় মেডিটেক হসপিটালের সঙ্গে যৌথ উদ্যোগে হসপিটাল প্রাঙ্গণে আয়োজন করলেন রক্তদান শিবিরের। এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংস্থা শ্রী সবুজের অভিযান।

বিজ্ঞাপন

সোমবার এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। প্রতি রক্তদাতার হাতে শংসাপত্র ও একটি করে মেহগনি বৃক্ষ চারা প্রদান করা হয়। এদিন আয়োজক সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিটেক হসপিটালের ডিরেক্টর মহম্মদ আব্বাসউদ্দিন, ‘সামাজিক ক্রান্তি ট্রাস্ট’- এর সম্পাদক আমিরুল আলী, সহ-সম্পাদক শেখ সুরজ, সভাপতি নারায়ণ চন্দ্র সাহা, প্রতাপ ঘোষ ও অন্যান্য সদস্যরা। শ্রী: সবুজের অভিযান- এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা বাণীব্রত গোস্বামী, সম্পাদক ডক্টর তুষার কান্তি মুখোপাধ্যায়, সভাপতি নিখিল কুমার খাঁ, সহ-সভাপতি অসিতকুমার পাঠক, সহ-সম্পাদক সোমনাথ গুপ্ত, কাজী মহম্মদ রাইহান, সংস্কৃতি সম্পাদক অম্লান মজুমদার, আহবায়ক অনির্বাণ রায়, সদস্য অনজিষ্ণু মুখোপাধ্যায় ও অন্যান্যরা। আব্বাসউদ্দীন সাহেব বলেন, ‘এদিন শিবিরে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের হাতে।

See also  এবার শীতে রমনাবাগানের প্রধান আকর্ষণ চিতার ঝাঁক, চালু হচ্ছে ফুড কোর্ট
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---