---Advertisement---

ভোটের দিন মুখোমুখি কীর্তি দিলীপ, সৌজন্যের সঙ্গে আলিঙ্গন, নমস্কার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ভোটের প্রচারে বেরিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থী কীর্তি আজাদ ও দিলীপ ঘোষ একে অপর কে বাক্যবাণে রীতিমত তুলোধোনা করেছেন। তা নিয়ে রাজ্য জুড়ে কার্যত এই কেন্দ্র চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ভোটের দিন দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র।

বিজ্ঞাপন

 

এদিন সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্র জুড়ে ছুটে বেড়ালেন দুই প্রার্থী। ভোটার ও দলীয় ভোট কর্মীদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিলেন। আর এরই ফাঁকে কুসুমগ্রামে সামনাসামনি দেখা হয়ে গেল যুযুধান দুই প্রতিপক্ষের। তবে এই সাক্ষাৎ সম্পূর্ণ রাজনৈতিক সৌজন্যের নজির বলেই জানিয়েছেন দুই প্রার্থী। গাড়ি থেকে রাস্তায় নেমে একে অপরকে আলিঙ্গন করার পাশাপাশি কুশল বিনিময় করেন তাঁরা। পরে হাত জোর করে দুজন দুজনকে নমস্কারও জানান। আর রাজনৈতিক এই সৌজন্য আগামীদিনেও যাতে বজায় থাকে সেই প্রত্যাশাই করছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাধারণ ভোট দাতারা।

See also  আবারো আগুনে জ্বলছে শুশুনিয়া পাহাড়ে, বন্যপ্রান ক্ষতির আশঙ্কা, তদন্তে পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---