পশ্চিমবঙ্গ

আউশগ্রামে গতকালের সংঘর্ষের ঘটনায় সিপিএম কর্মীর মৃত্যু, আটক দুই দুষ্কৃতী

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: জখম সিপিএম কর্মী রাজিবুল হকের(৩২) মৃত্যু হল কলকাতায়।শুক্রবার পূর্ব বর্ধমানের আউসগ্রাম-২ নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূল সিপিএম সংঘর্ষে রাজিবুল হক জখম হন। প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতির কারণে গভীর রাতে এন আর এস-এ স্থানান্তরিত করা হয়। আজ সকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

রাজিবুলরা চার ভাই। তিনি মেজো ভাই। রাজিবুল গ্রামে থাকতেন না। মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। উৎসব বা পরবে তিনি গ্রামে ফিরতেন বলে জানান তার পরিবারের লোকজন।রাজিবুলের দুই ছেলে। সেখ রাহান বড়, বয়স ১০ বছর। আর ছোট ছেলে আয়ুশের বছর সাড়ে তিন বছর। স্ত্রী আনারকলি। মা আনিশা বিবি ও বাবা সেখ মোজাম্মেল। রাজিবুলের বাড়ি বিষ্ণুপুর গ্রামের ডাঙাপাড়ায়।

রাজিবুলের ভাই আজহারউদ্দীন বলেন, বুথে ভোটকর্মীরা ঢুকলে তারা ভোটকর্মীদের বলতে গিয়েছিলেন যাতে নিরপেক্ষ ভাবে ভোট করা হয়।হঠাৎই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও কয়েকজন নেতা লাঠি রড ইট পাটকেল নিয়ে তাদের উপর আক্রমন করে। রডের আঘাতে রাজিবুল লুটিয়ে পরে স্কুলের সামনে। অনেকক্ষণ পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।রাতেই তাকে রেফার করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর গ্রামেই আসতেই শোকের ছায়া গোটা গ্রামে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকালের সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই দুজন কে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

Advertisement