ফোকাস বেঙ্গল ডেস্ক,দেওয়ানদীঘি: পুলিশের চোখে ধুলো দিতে নতুন পন্থা নিয়েছিল কিছু দুষ্কৃতী। সাধারণ মানুষের বা পুলিশের যাতে নজরে না আসে তার জন্য গ্রামের পরিত্যক্ত কোন জায়গায় কিংবা ঝোঁপ জঙ্গলের মধ্যে গাঁজা গাছ লাগিয়ে চাষ করছিল। তবে শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানদীঘি থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ সেই গাঁজা গাছ কেটে সাফ করে দিলো। গত বুধবার পূর্ব বর্ধমানের বর্ধমান ১ ব্লকের বড়বাগান ও দাসপুর গ্রামে তিনজনের বাড়ি থেকে কয়েক টি গাঁজা গাছ কেটে নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু তার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ফের অভিযান চালালো দেওয়ানদিঘী থানার পুলিশ।
এবার বর্ধমান ১ ব্লকের বন্ডুল ১ গ্রাম পঞ্চায়েতের বাকলসা গ্রামে এক পরিত্যক্ত জায়গার একটি বাগানের ভেতর থেকে ৭-৮টি গাঁজা গাছ কেটে দিলো পুলিশ। অন্যদিকে কুড়মুন ১ গ্রাম পঞ্চায়েতের কুড়মুন গ্রামের উত্তর দিকে মাঠের ধারে একটি পুকুর পাড় থেকে কয়েকটি গাঁজা গাছ কেটে সাফ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন পুলিশ এলাকায় ঢোকায় আগেই এই গাঁজা গাছের চাষ করছে এমন দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায়। তবে দুষ্কৃতীদের ধরতে পুলিশ এই এলাকায় নজরদারি বাড়াচ্ছে বলে জানিয়েছে। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলেই দেওয়ানদীঘি থানা সূত্রে জানা গেছে।