ক্রাইম

সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত দুই প্রতারককে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার সেল

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাজ্যের বিভিন্ন জেলায় সাইবার প্রতারণা করে পূর্ব বর্ধমান জেলায় বেশ কিছু সাইবার প্রতারক গাঢাকা দিয়েছিলো। সোমবার জেলা সাইবার থানা জেলা জুড়ে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজন সাইবার প্রতারককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরবর্তীতে দুজন ব্যাক্তিকে যথাক্রমে বর্ধমান থানা এলাকা ও কাটোয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই সাইবার প্রতারক দুজন বিভিন্ন রাজ্যে  একাধিক পরিচয়ে সাইবার প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষের টাকা প্রতারণা করে ডিজিটাল ফুটপ্রিন্ট নষ্ট করে দিতো বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন, ’ সাইবার প্রতারণার অনলাইন রিপোর্টিং পোর্টালে (NCRP) বা ১৯৩০ নম্বরে কল করে একাধিক মানুষ অভিযোগ দায়ের করেছিলেন। সেইসমস্ত অভিযোগের তদন্তে নেমে জেলা পুলিশের সাইবার সেলের অফিসারেরা এই ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো যারা এই প্রতারণার সঙ্গে যুক্ত ব্যক্তি রয়েছে তাদের ধরা হবে।’

ইতিমধ্যেই পূর্ব বর্ধমান সাইবার থানা এই দুজন ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে এদের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের খোঁজে নেমেছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সহ ব্যক্তিগত একাধিক অ্যাকাউন্ট ও ওয়েবসাইট হ্যাক ও ক্লোন করে একদল সাইবার প্রতারক লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। এমনকি সাধারণ মানুষ কে নানান প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণার ফাঁদ তৈরি করে আর্থিকভাবে নিঃস্ব করে দিচ্ছে এই প্রতারকরা। ফলে প্রতিদিন সাইবার থানাগুলোতে অভিযোগের পাহাড় তৈরি হচ্ছে।

স্বাভাবিকভাবেই, জেলা পুলিশ এইসমস্ত অভিযোগের তদন্তে নেমে দ্রুত অভিযুক্তদের ধরার প্রক্রিয়া শুরু করে। তারই ফলস্বরূপ এই সাফল্য বলে জেলা পুলিশের দাবি। ধৃতদের জেরা করে পরবর্তীতে বিভিন্ন সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধরার প্রক্রিয়া চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।