ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: কর্মরত অবস্থায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। মৃতের নাম সুরজিৎ সাঁই। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকে উখরিদ বাজারে কর্মরত ছিলেন তিনি। সেখানেই হটাৎ অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ি উখরিদ পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি এই এলাকায় সিভিক ভলান্টিয়ারের কাজ করছেন। এদিন হঠাৎই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।