ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: সাপে কাটা ব্যক্তিকে সোজা হাসপাতালে নিয়ে না এসে স্থানীয় চার্চে নিয়ে যাওয়ার পর সেখান থেকে হাসপাতালে আনা হলে চিকিৎসক সেই ব্যক্তিকে মৃত ঘোষণা করলেন। আর এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল রাতে জামালপুরের গোপীকান্তপুরের রুঙ্কিনী মহল্লা সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম তপন মুর্মু, বয়স আনুমানিক ৩৩ বছর। গতকাল রাতেই জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে বর্ধমানে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জামালপুর থানা সূত্রে জানা গেছে।
মৃতের দাদা কালী মুর্মু জানান, গতকাল সন্ধ্যার পর খড়ের পালুই থেকে খড় বার করার সময় বিষধর সাপের ছোবল খায় তপন মুর্মু। তপনকে ঘটনাস্থল থেকে থেকে উদ্ধার করে প্রথমে পিরিজপুর এলাকার একটি খ্রিস্টানদের চার্চে নিয়ে যাওয়া হয়। সেখানে জল খাওয়ানো হয়। তার ঘন্টা খানেকের পর রাতে জামালপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তপন কে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরে দেহ উদ্ধার করে জামালপুর থানায় নিয়ে যায়। এদিকে সাপে কাটার পর জখম ব্যক্তিকে সরাসরি হাসপাতালে নিয়ে না এসে চার্চে নিয়ে যাওয়ার ঘটনায় আলোড়ন পড়েছে এলাকায়। অনেকেই এই ঘটনা শিক্ষা ও সচেতনতার অভাবের কারণেই ঘটেছে বলে দাবি করেছেন।