ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছিল কাটোয়া মহকুমার বিভিন্ন বুথে। আধা সামরিক বাহিনী পর্যাপ্ত না থাকায় বিভিন্ন বুথে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল। এরই মাঝে কাটোয়া দু’নম্বর ব্লকের নন্দীগ্রামের ২৬২ নং বুথের তৃণমূল কংগ্রেস এজেন্ট গৌতম রায়ের সঙ্গে সিপিএম নেতা হরিনারায়ণ সামন্তের বচসা শুরু হয়। এমনকি বচসা হাতাহাতিতেও গড়ায়।
সেই সময় হরিনারায়ণ সামন্ত গৌতম রায় কে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ। লাঠি, বাঁশ নিয়ে চড়াও হন গৌতম রায়ের ওপর। মারধরে সেখানেই গৌতম রায় জ্ঞান হারান। তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক গৌতম রায়কে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়।
তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, সিপিএম বুথ থেকে মারতে মারতে বের করে দেয় গৌতম রায় কে। তাতেই পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান উনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,’এটা খুন। আমরা অভিযোগ জানাবো।’ অন্যদিকে সিপিএমের অঞ্জন চট্টোপাধ্যায় বলেন,’আমাদের কেউ এমন করবে না। পুলিশ তদন্ত করে দেখুক।’