জনগর্জন সভা শেষে বর্ধমান ফেরার পথে তৃণমূল কর্মীর মৃত্যু, শোক রায়না জুড়ে

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে ফেরার পথে বাসে ওঠার আগেই কলকাতাতেই মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। তার নাম অতুয়াল মন্ডল। বয়স ৬৪ বছর। বাড়ি পূর্ব বর্ধমানের রায়না ১ ব্লকের হিজলনা পঞ্চায়েতের শালগাছা গ্রামে।

বিজ্ঞাপন

 

তৃণমূলের রায়না ১ব্লক সভাপতি বামদাস মন্ডল জানিয়েছেন, আতুয়াল মন্ডল দলের একজন একনিষ্ঠ ও সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি আতুয়াল মন্ডল তাঁর বাল্য বন্ধুও ছিলেন। এদিন সকালে অসুস্থতা থাকা সত্বেও দলনেত্রীর ডাকে সভায় এসেছিলেন। স্বাভাবিকভাবেই আতুয়াল মণ্ডলের এই আকস্মিক মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে দলীয় কর্মী থেকে রায়নার শালগাছা গ্রামে।

বামদাস মন্ডল জানিয়েছেন, ‘ এদিন সভা শেষ হয়ে যাওয়ার পর বাস ধরতে সবাই হেঁটে অনেকটা পথ আসেন। সেখানে একটি গাছের তলায় বিশ্রাম নিতে বসার পর আতুয়াল মন্ডল জল খাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি বাকি দলীয় কর্মীরা তাঁকে নিয়ে যান পিজি হাসপাতালে।

কিন্তু সেখানকার চিকিৎসক আতুয়াল মন্ডল কে মৃত ঘোষণা করেন। এরপরই দলীয় কর্মীর মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে। পাশাপাশি মন্ত্রী স্বপন দেবনাথ কেও ঘটনার বিষয়ে জানানো হয়।’

আরো পড়ুন