---Advertisement---

মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার বেল্টে জড়িয়ে শ্রমিকের মৃত্যু, কর্তৃপক্ষের উদাসীনতায় দুর্ঘটনা বলে ক্ষোভ শ্রমিকদের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: আবারও শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটলো বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। শ্রমিকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ, বয়স আনুমানিক ৪৮ বছর। মাত্র দিন কয়েকের ব্যবধানে আবারও তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক মৃত্যুর ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্র মারফত জানা গেছে, সোমবার সন্ধ্যায় দামোদর ভ্যালি কর্পোরেশনের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল হ্যাণ্ডেলিং প্লান্টে পাঁচ ও ছয় ইউনিটের DP 11 পয়েন্টে ক্লিনিং এর কাজ করছিল এক ঠিকা শ্রমিক। সেই সময় আচমকাই কয়লার বেল্ট জড়িয়ে ভিতরে ঢুকে যায় মেইনটেনেন্স এর কাজে কর্মরত ওই ঠিকা শ্রমিক।

বিজ্ঞাপন

 

চলন্ত বেল্টে তাঁর শরীর দুমড়ে মুচড়ে যায়।সেখানেই মৃত্যু হয় গঙ্গাজল ঘাঁটি থানা এলাকার বাঁকাদহ গ্রামের বাসিন্দা আনুমানিক বছর চল্লিশের অনন্ত ঘোষ নামে ঠিকা শ্রমিকের। এই ঘটনার পর মেইনটেনেন্স ওয়ার্কারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ধারাবাহিকভাবে দুর্ঘটনার জন্য শ্রমিকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। শ্রমিকরা জানিয়েছেন, যেখানে নূন্যতম তিনজনের কাজ করার কথা, সেখানে একজনকে দিয়ে কাজ চালানো হচ্ছিলো। সংস্থার উদাসীনতার জন্যই বারবার বিপদের মুখে পড়তে হচ্ছে শ্রমিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার সহ আধিকারিকরা।

কর্মরত ঠিকা শ্রমিকরা সেইসময় কাজ বন্ধ রেখে  আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। সেফটি ও সুরক্ষার ব্যাপারে ডিভিসি কর্তৃপক্ষ একেবারে উদাসীন বলে তারা বিক্ষোভ দেখাতে থাকেন । আনুমানিক রাত নটার পর মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। যদিও এবিষয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

See also  ২৭কেজি গাঁজা সহ মঙ্গলকোট থানার পুলিশ গ্রেপ্তার করলো তিন ব্যক্তিকে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---