২১শে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জির কাছে মুড়ি পৌঁছে হিরো আউসগ্রামের দেবাশীষ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, আউসগ্রাম: ২১জুলাই-এর মঞ্চ থেকে দিদি কি বার্তা দেবেন এই প্রত্যাশায় রাজ্যের কয়েক লক্ষাধিক তৃণমূল কর্মী, সমর্থক বৃহস্পতিবার জমায়েত করেছিলেন ধর্মতলার শহীদ দিবসের কর্মসূচিতে। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক  থেকেও অগুণিত নেতা, কর্মী, সমর্থক গতকাল রাত থেকে এদিন সকাল পর্যন্ত শয়ে শয়ে নানান যানবাহনে ধর্মতলা পৌঁছেছিলেন দিদির বার্তা শুনতে। জেলার আউসগ্রাম থেকেও অন্যান্য নেতা কর্মীদের সঙ্গে ধর্মতলা গিয়েছিলেন তৃণমূলের একনিষ্ট সমর্থক দেবাশীষ মুখার্জি।

বিজ্ঞাপন

কিন্তু দেবাশীষ বাবু ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে ২১শে জুলাইয়ের এদিনের কর্মসূচি তাঁর জীবনে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে দেবে। তিনিই কার্যত হয়ে উঠবেন আজকের ২১শে-র মঞ্চের মূল আকর্ষণ। খোদ তৃণমূল সুপ্রীমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর চাহিদা তাঁকেই পূরণ করতে হবে। ফলে স্বাভাবিকভাবেই আউসগ্রামের দেবাশীষ মুখার্জি এখন রীতিমত একপ্রকার ‘সেলিব্রেটি’ মুখ।

কিন্তু কেন? এদিন মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলেন। সেই সময় মমতা বন্দোপাধ্যায় বলেন, “মুড়িতেও জিএসটি। মানুষ খাবে কি! চাল, ডাল সবেতেই জিএসটি। গরীব, সাধারণ মানুষ যাতে না খেয়ে মরে তার ব্যবস্থা করছে বিজেপি সরকার। আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি। আমাদের প্রধান খাদ্য ভাত, মুড়ি। সেখানেও রাজনীতি করছে কেন্দ্র সরকার।” আর এরপরই মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায় নিজেই বলেন, ” এখানে কে মুড়ি নিয়ে এসেছেন। আমাকে দিন।”

কয়েক মিনিটের মধ্যেই গোটা সভাস্থল জুড়ে হুলুস্থুল পড়ে যায় কার কাছে মুড়ি আছে এই নিয়ে। এরই মধ্যে কর্তব্যরত পুলিশ কর্মীদের মাধ্যমে দেবাশীষ বাবু তাঁর বাড়ি থেকে আনা এক বস্তা মুড়ি দিদির উদ্দেশ্যে মঞ্চে পাঠিয়ে দেন। ব্যাস, তারপর এই মুড়ি কে সামনে রেখে কার্যত আগামী দিনে রাজ্য রাজনীতির নতুন আন্দোলনের দিশা বেঁধে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঞ্চ থেকেই মমতা বন্দোপাধ্যায় বলেন,” এই মুড়ি কে নিয়ে এসেছেন? আপনার বাড়ি কোথায়। বর্ধমান? আউসগ্রাম?

বাংলার  সাধারণ মানুষের অন্যতম প্রিয় খাদ্য মুড়ির উপর জিএসটি চাপানোর বিরুদ্ধে এইসময় উত্তাল হয়ে ওঠে সভাস্থল। সভা শেষ হয়। লক্ষাধিক কর্মী সমর্থক যে যার নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনাও দেন। দেবাশীষ বাবুও সঙ্গীদের সঙ্গে ট্রেনে ফিরে আসেন গুসকরা। আর এরপরই তিনি সিদ্ধান্ত নেন দিদির ছোঁয়া মুড়ি নিজের গ্রামে প্রসাদ হিসেবে বিলি করবেন তিনি।

দল নেত্রীর হাতে মুড়ি তুলে দিতে পেরে বাস্তবিকই ধন্য আউসগ্রামের তৃণমূল কর্মী দেবাশীষ। এদিন সন্ধ্যে নাগাদ কলকাতা থেকে গুসকরা স্টেশনে নেমে তিনি জানান, দিদির স্পর্শ পাওয়া ওই মুড়ির বস্তার মুড়ি প্রসাদ হিসেবে তিনি গ্রামে বিলি করবেন। একই সাথে কেন্দ্রের বিজেপি সরকারের সাধারণ মানুষের প্রতি যে অনমনীয় মনোভাব তারও প্রচার চালাবেন তিনি। 

আরো পড়ুন