---Advertisement---

খন্ডঘোষে পথ দুর্ঘটনায় ডেকরেটর কর্মীর মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ঈদের অনুষ্ঠানের কাজ সেরে বর্ধমানে ফেরার পথে খন্ডঘোষের সালুন মোড়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ডেকরেটর কর্মী। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতের নাম কিশোর পাত্র। তার বাড়ি বর্ধমান শহরের মিঠাপুকুর, মোষ খাটালের কাছে। দুর্ঘটনার পর খন্ডঘোষ থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় কিশোর পাত্র কে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, ঈদের অনুষ্ঠানের জন্য বর্ধমান থেকে সাউন্ড সিস্টেম নিয়ে অন্য কর্মীদের সঙ্গে খন্ডঘোষে গিয়েছিল কিশোর পাত্র। শনিবার ভোর রাতে অনুষ্ঠান শেষ হওয়ার পর ম্যাটাডোর ভ্যানে বর্ধমানে ফেরার সময় সালুন মোড়ের কাছে একটি ডাম্পার কে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কায় জেরে কিশোর উপর থেকে রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর জখম হয় সে। এরপরই পুলিশ তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

See also  মাঝরাতে গলসিতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দাউ দাউ করে জ্বললো ট্রাক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---