ক্রাইম

নারী ও জননিরাপত্তার জন্য এবার পুলিশের সাইকেল টহল ইউনিট গঠনের দাবি বর্ধমানে

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের তরফে বর্ধমান জেলা পুলিশ ও প্রশাসনের কাছে নারী ও জন সুরক্ষায় একটি সাইকেল পেট্রোলিং ইউনিট গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে দাবী জানানো হয়েছে। ক্লাবের মতে, ধীর গতিতে এবং নিরব চলাফেরার কারণে সাইকেল ব্যবহার অপরাধ দমন করতে বিশেষ কার্যকর হতে পারে।

বিশেষত অলিগলি ও ছোট রাস্তা , অপরাধপ্রবণ এলাকা, বড়ো আকারের জনসমাবেশ এবং দুর্গাপুজোর মতন উৎসবের সময়ে ভিড় এড়িয়ে পুলিশের এই ধরনের সাইকেল পেট্রোলিং দল আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষভাবে কার্যকর হতে পারে বলে তাদের মত।

পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সচিব সন্দীপন সরকার জানান, ‘আমাদের রাজ্যে তথা সারা দেশের বহু জায়গায় ইতিমধ্যেই জন নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে সাইকেল পেট্রোলিং এর ব্যবস্থা চালু রয়েছে। যদি পূর্ব বর্ধমান জেলা পুলিশ সাইকেল পেট্রোলিং ইউনিট গঠন করে, সেক্ষেত্রে এখানেও সাধারন মানুষের নিরাপত্তা আরো জোরদার হতে পারে বলে মনে করি। জেলা পুলিশ এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করলে আমাদের ক্লাবের তরফ থেকে বিনামূল্যে কিছু সাইকেলও প্রদান করা হবে। যাতে পুলিশ কর্মীরা আরো ভালোভাবে রাতদিন সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারেন।’