---Advertisement---

কালনায় লাইনচ্যুত মালগাড়ি, ব্যাহত ট্রেন পরিষেবা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: ব্যান্ডেল কাটোয়া শাখায় কালনার রংপাড়ায় লাইনচ্যুত মালগাড়ী।ফলে শনিবার ভোর থেকেই কালনা কাটোয়া শাখায় ট্রেন চলাচলে বিভ্রাট সৃষ্টি হয়েছে। রেল সূত্রে জানা গেছে, রেলের লাইন সংস্কারের কাজ চলাকালীন রংপাড়ার কাছে মালগাড়ির পেছনের বগির চাকা ট্রেনের ট্রাক থেকে নিচে পড়ে যায়। এরফলে এদিন সকালে ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য।আপলাইন পুরোপুরি বন্ধ রেখে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ফলে মাটি নরম হয়ে যাওয়ায় এই বিপত্তি বলে রেলসুত্রের খবর। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেশ কয়েকদিন ধরেই রেললাইন সংস্কারের কাজ চলছে ব্যান্ডেল কাটোয়া শাখায় বলে রেল সূত্রে জানা গেছে। প্রতিদিন রাত্রে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের সংখ্যা কম থাকায কাজ চলছিলো। গতকাল রাতেও বাঘনাপাড়া ও কানলা স্টেশনের মাঝখানে রংপাড়া এলাকায় আপ এবং ডাউন লাইনে কাজ চলছিলো।

সেই সময় একটি মালগারির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কয়েকদিনের বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে যাওয়াই এই বিপত্তি বলে রেল সূত্রে খবর।  তড়িঘড়ি কাটোয়া ও নবদ্বীপে রেলের কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আপলাইন বন্ধ থাকায় ডাউনলাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

See also  বর্ধমান শহরে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ন্ত্রণে কড়া বিধিনিষেধ জারি প্রশাসনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---