---Advertisement---

প্রেস লেখা গাড়িতে গুন্ডা নিয়ে ঘুরেছেন দিলীপ ঘোষ, নির্বাচন কমিশন নপুংশক হয়ে গেছে – কীর্তি আজাদ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: ‘প্রেস লেখা গাড়ি করে গুন্ডা বাহিনী নিয়ে ঘুরছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নির্বাচন কমিশন নপুংশক। এইসব কিছুই তাদের চোখে পড়ছে না।’ বর্ধমানের কালনাগেট এলাকার কপিবাগান এলাকায় দিলীপ ঘোষের কনভয় থেকে তৃণমূল সমর্থক ও সাধারণ মানুষের উপর হামলার ঘটনার পর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ঘটনাস্থলে পৌঁছে সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগ করেছেন কীর্তি আজাদ।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, ‘ এর আগেও গুন্ডা বাহিনী নিয়ে সাধারণ মানুষের ওপর হামলা করেছেন দিলীপ ঘোষ। গণতন্ত্রে এটা কোনো পদ্ধতি হতে পারে না। গাড়িতে প্রেস লিখে গুন্ডাদের নিয়ে ঘুরছেন উনি। বাচ্চা, মহিলা তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কি করছেন উনি? ভারতীয় জনতা পার্টির নাম বদনাম করছেন উনি। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাও বর্ডার দিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে অশান্তি সৃষ্টি করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বদনাম করার চেষ্টা করছেন।

উনি একজন অসভ্য বদমাশ লোক। দশ বছর ধরে শুধু মিথ্যা বলে গেছেন। আর নিরীহ অসহায় মানুষের ওপর অত্যাচার করে যাচ্ছে। আমি বারবার নির্বাচন কমিশন কে জানিয়েছি, ৪০টা গাড়ি প্রেস লিখে প্রার্থীর সঙ্গে ঘুরছে। গুন্ডা নিয়ে ঘুরছেন উনি। কেউ দেখার নেই। নির্বাচন কমিশন নপুংশক হয়ে গেছে।

See also  বর্ধমানের লক্ষীপুরমাঠে প্রাণঘাতী হামলার ৭২ঘন্টা পরেও অধরা অভিযুক্তরা, থানার সামনে বিক্ষোভে পরিবারের লোকজন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---