---Advertisement---

বর্ধমানে শ্রী: সবুজের অভিযান এনজিওর উদ্যোগে পথশিশুদের খাবার ও পোশাক বিতরণ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার বর্ধমান রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে স্টেশন চত্বরের প্রায় ৮০জন পথ শিশুদের নিয়ে একটি সুন্দর সংস্কৃতিক অনুষ্ঠান এবং ম্যাজিক শোয়ের আয়োজন করল শ্রী সবুজের অভিযান নামে একটি এনজিও। এই পথ শিশুদের জন্য দুপুরের খাবার এবং একইসঙ্গে পোশাক বিতরণের ব্যবস্থা করা হয় এই এনজিওর উদ্যোগে। শ্রী সবুজের অভিযান এনজিও-র সহ সভাপতি অসিত কুমার পাঠকের পুত্র অনিশ কুমার পাঠকের জন্মদিন উপলক্ষে মূলত এই পথশিশুদের হাতে এদিন তুলে দেয়া হয় কিছু পোশাক এবং দুপুরের খাবার।

বিজ্ঞাপন

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বহু  বিশিষ্ট অতিথি বর্গ। ছিলেন স্টেশন বর্ধমান রেলওয়ে স্টেশনের ম্যানেজার স্বপন ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা, বিশিষ্ট সমাজসেবী, সঞ্চালক এবং সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী, শেখ জাহাঙ্গীর, শেখ পিন্টু  প্রমুখ ব্যক্তিবর্গ। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নিখিল কুমার খাঁ, সম্পাদক ড. তুষারকান্তি মুখোপাধ্যায়, আহ্বাহক অনির্বান রায়, কোষাধ্যক্ষ অনির্বান সাহা এবং অরুণাচল গাঙ্গুলি, মহাদেব দাস, সহ-সভাপতি অসিত কুমার পাঠক, বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত সদস্য তাপস কুমার পাল প্রমুখ। এদিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্য অনজিষ্ণু মুখোপাধ্যায় ও ম্যাজিক পরিবেশন পরিবেশন করেন সংস্কৃতি সম্পাদক অম্লান মজুমদার।

See also  গলসির হোটেলে মধুচক্র, পুলিশের জালে দুই যুবক সহ চার যুবতী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---