বর্ধমানে কিছুক্ষণের মধ্যেই এসএফআই এর জেলাশাসক দপ্তর অভিযান

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এসএফআই এর ডাকে সাত দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার ফের জেলাশাসকের দপ্তরে অভিযান কর্মসূচির ঘোষণা করেছে। বিগতদিনের অভিজ্ঞতা থেকে এই কর্মসূচি কে কেন্দ্র করে বর্ধমানের কার্জন গেট চত্বর থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত ব্যাপক পুলিশি নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসএফআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে – ক্যাম্পাসে বহিরাগত তৃণমূলের দাদাগিরি রুখতে , শিক্ষা প্রতিষ্ঠানে অস্বাভাবিক ফিজ বৃদ্ধির প্রতিবাদে, সরকারি স্কুল বন্ধের বিরুদ্ধে, শিক্ষা বিক্রির দেশ ও রাজ্যের শিক্ষা নীতির বিরুদ্ধে, জেলার ছাত্রছাত্রীদের পরিবহন খরচ কমানো ও বাস ভাড়ায় কনসেশনের দাবিতে, বর্ধমান বিশ্ববিদ্যালয় বাঁচাতে ১২ অক্টোবর দুপুর ১ টায় বর্ধমান রেল স্টেশন থেকে মিছিল করে পূর্ব বর্ধমান জেলা শাসকের অফিসের উদ্দেশ্যে অভিযান কর্মসূচি পালন করা হবে।

এই কর্মসূচিতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ঐশী ঘোষ, প্রতীকউর রহমান, অনির্বাণ রায় চৌধুরী, প্রবীর ভৌমিক, বিশ্বরূপ হাজরা, টিউলিপ ঘোষ সহ অন্যান্য রাজ্য ও জেলা বাম ছাত্র নেতৃত্ব।

আরো পড়ুন