ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের দেওয়ানদীঘি থানার পুলিশের পক্ষ থেকে লাগাতার চলছে অবৈধ গাঁজা গাছ কাটার অভিযান। শনিবারও অভিযান চালিয়ে প্রচুর গাঁজা গাছ কেটে দেওয়া হয়েছে। অন্যদিকে বর্ধমান সদর আবগারি দপ্তরের অভিযানে গত দুদিনে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযানে প্রচুর পরিমাণ চোলাই ও উপকরণ নষ্টের পাশাপাশি দুজন কারবারি কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও এদিন মাধবডিহি থানার পুলিশ উচালন দিঘির পাড় এলাকা থেকে চোলাই মদ বিক্রির অপরাধে এক কারবারি কে গ্রেফতার করে। জেলা পুলিশ ও আবগারী দপ্তর সূত্রে জানা গেছে চোলাই মদ তৈরি ও বিক্রি এবং অবৈধ গাঁজা গাছের বিরুদ্ধে সারা বছরই অভিযান জারি থাকে। যেসমস্ত এলাকায় এই ধরনের কাজকর্ম চলে সেখানকার স্থানীয় মানুষ গোপন সূত্রে দপ্তরে খবর দিলে অভিযান চালানো হয়।
বর্ধমান-১ ব্লকের খেতিয়া গ্রাম পঞ্চায়েত, কুড়মুন ১ ও বন্ডুল-১ গ্রাম পঞ্চায়েতের পর শনিবার বাঘার-১ গ্রাম পঞ্চায়েতের জগদাবাদ এবং পিলখুরি গ্রামে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর গাঁজা গাছ কেটে ফেললো দেওয়ানদিঘী থানার পুলিশ। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এদিন বেশ কিছু গাঁজা গাছ কেটে দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলেই পুলিশ জানিয়েছে।
অন্যদিকে বর্ধমান সদর আবগারি দপ্তর শুক্রবার ও শনিবার শক্তিগড় থানা এলাকায় ও বর্ধমানে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায়। বর্ধমানের বিজয়রাম ও শক্তিগড় থানার পুতুন্ডা, গঞ্জ, তালদীঘি, সোনাকুর ও নাদরা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০লিটার চোলাই মদ, ৯২০লিটার চোলাই তৈরির তরল উপকরণ নষ্ট করেছে। ১২টি চোলাই মদ তৈরির হাঁড়ি সহ একটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করেছে। চোলাই কারবারের সঙ্গে যুক্ত দুজন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে ৮০ লিটার চোলাই মদ সহ ১ জনকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার পুলিশ। অভিযুক্ত চোলাই মদ কারবারির বিরুদ্ধে মাধবডিহি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজ্জু করে শনিবার বর্ধমান আদালতে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত চোলাই মদ কারবারির নাম সুব্রত চ্যাটার্জি। বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস থানার আদিলপুর গ্রামে। শুক্রবার সন্ধ্যায় মাধবডিহি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মাধবডিহি থানার অন্তর্গত উচালন দিঘি এলাকা থেকে মদ বিক্রি করার সময় অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিস জানিয়েছে, চোলাই মদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে আগামী দিনে।