ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: অবাক করা ব্যাপার, তবে এটাই সত্যি। উচ্চতার নিরিখে পৃথিবীর সবচেয়ে লম্বা বিদ্যার দেবী সরস্বতীর মূর্তি এখন আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এতো উঁচু সরস্বতী মূর্তি আর বিশ্বে কোথাও নেই। আমারিকাকে এই উচ্চতম সরস্বতীর মুর্তিটি উপহার দিয়েছিল আরেকটি দেশ। ২০১৩ সালে সম্প্রীতির প্রতীক হিসেবে এই উঁচু সরস্বতীর মূর্তিটি আমেরিকাকে উপহার দিয়েছিল পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া । সেই থেকে মুর্তিটি রয়েছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইন্দোনেশিয়ার দূতাবাসের কাছেই। এই সরস্বতী মুর্তিটির উচ্চতা ১৬ ফুট। মুর্তিটি দেখতেও বেশ সুন্দর। এমন আকর্ষণীয় মুর্তি দেখতে প্রতিদিনই বহু মানুষ ভিড় করেন দূতাবাস চত্বরে।
এই সরস্বতীর পায়ের কাছে রয়েছে তিনজন শিশু। জানা যায়, তিনটি শিশুর প্রথমটিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বসিয়েছেন। ওই তিনজন শিশু একটি বইয়ের দিকে তাকিয়ে রয়েছে। প্রতিমাটি প্রস্ফুটিত পদ্মের ওপর বসানো। একটি রাজ হাঁসের ওপর দাঁড়িয়ে রয়েছেন দেবী সরস্বতী। এই প্রতিমা ইন্দোনেশিয়ার বালি শিল্পের নিদর্শন। দেবীর সারা শরীর সোনার অলংকার দিয়ে সাজানো। শ্বেত পাথর দিয়ে তৈরি মুর্তিটির সৌন্দর্য্য দেখতে প্রতিদিনই প্রচুর পর্যটক ভিড় করেন এখানে।
হোয়াইট হাউস থেকে জায়গাটির দূরত্ব বেশি নয়।
ওয়াশিংটন ডিসিতে ইন্দোনেশিয়ার দূতাবাসের কয়েক ব্লক পরেই ম্যাসাচুসেটস এভিনিউতে এই সরস্বতীর মুর্তি অবস্থিত।
উল্লেখ্য সরস্বতী বিদ্যার দেবী, সংগীত, শিল্পকলা ও বুদ্ধির দেবী। সরস্বতী-লক্ষ্মী-পার্বতী এই ত্রিদেবীর অন্যতম সরস্বতী। সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া গিয়েছিল ঋগ্বেদে হিন্দুদের গুরুত্বপূর্ণ একজন দেবী হিসেবে। প্রসঙ্গত, বসন্তপঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করেন হিন্দুরা। পুজোর দিন শিশুদের হাতেখড়ি দেওয়া হয়। হিন্দুরা ছাড়াও বৌদ্ধ ও জৈনরাও সরস্বতী পুজো করেন। ভারতের বাইরে জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মায়ানমারে দেবী সরস্বতী পূজিত হন। তবে একটি মুসলিম প্রধান দেশের অন্য আরেকটি দেশকে সরস্বতীর মূর্তি উপহার দেওয়ার ঘটনা সারা বিশ্বে নজিরবিহীন।
তথ্য – ইন্টারনেট