ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: শক্তিগড় রেল স্টেশনে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন। দূর্ঘটনার কবলে ডাউন একটি মালগাড়ি। যদিও মালগাড়িটির কোনো ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। বুধবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে রেল সূত্রে জানা গেছে, লাইন চেঞ্জ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরই রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ডাউন ব্যান্ডেল লোকাল কে সাত নম্বর লাইন থেকে তিন নম্বর লাইনে তুলে মেন লাইন দিয়ে পাস করানো হচ্ছিল, সেই সময় একটি ডাউন মালগাড়ি কেও পাঁচ নম্বর লাইন থেকে তিন নম্বরে তুলে কর্ড লাইন দিয়ে পাস করানোর চেষ্টা করা হচ্ছিল। আর এতেই বিপত্তি বাঁধে। লোকাল ট্রেনটির ইঞ্জিন সহ তিনটি বগি লাইন থেকে নেমে যায়। ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিনের। স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনার পরই লোকালের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।