বর্ধমান মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন ডা: কৌস্তভ নায়েক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষের দায়িত্বে এলেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান শিশু বিভাগের প্রধান ডা: কৌস্তভ নায়েক। এর আগে অধ্যক্ষের পদে আসীন ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন সুপারিনটেনডেন্ট ডা: প্রবীর সেনগুপ্ত। তবে আচমকাই অধ্যক্ষ পদে এই পরিবর্তনে কার্যত বিস্ময় সৃষ্টি হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল জুড়ে।

বিজ্ঞাপন

সূত্রের খবর, প্রবীর সেনগুপ্তের চাকরি জীবন শেষ হতে আর মাত্র মাস দেড়েক বাকি আছে। আর তার আগেই তাঁকে মেডিকেলের অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে ফের প্রসূতি বিভাগের প্রধান পদে নিয়ে আসা হয়েছে। ফলে এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে চিকিৎসক মহলে। ডা: কৌস্তভ নায়েক বলেন,” তিনি বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে জয়েন করেছেন। তবে কাজকর্ম বুঝে দায়িত্বভার গ্রহণ করতে এখনও দু একদিন সময় লাগবে।”

এদিকে হটাতই বর্ধমান মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ন জায়গায় আধিকারিক পরিবর্তনের কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। এক বর্ষীয়ান চিকিৎসক জানিয়েছেন, অবসরের ঠিক আগে অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে একটি বিভাগীয় প্রধানের দায়িত্বে দেওয়া কার্যত অবনমনের সামিল। যদিও প্রবীর সেনগুপ্ত বলেন,” তাঁর শারীরিক অবস্থা ভালো নয়, এই কারণে বর্ধমান মেডিক্যালের মতো গুরুত্বপূর্ন কলেজের প্রিন্সিপ্যাল এর দায়িত্ব চালিয়ে যাওয়া সমস্যা হচ্ছিল। এর থেকে বেশী কিছু নয়।”

আরো পড়ুন