তৃণমূলের শ্রমিক সংগঠনে দ্বন্দ্ব, বাস বন্ধ কালনায়, হয়রানি যাত্রীদের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বুধবার সকাল থেকে কালনা থেকে সমস্ত রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেল। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির শ্রমিকরাই বন্ধ করে দেয় বাস চলাচল। পাশাপাশি ডাক দেয় কর্মবিরতির। অভিযোগ আইএনটিটিইউসির নতুন সভাপতি শান্তি সাহা গতকাল রাত্রে কয়েকজন বহিরাগত কে নিয়ে এসে বাস স্ট্যান্ডে বাস কর্মীদের হুমকি দিয়ে যায়। আর এরই প্রতিবাদে এদিন সকাল থেকেই কালনা-বর্ধমান, কালনা-মেমারি, কালনা-নবদ্বীপ রুটের সব বাস বন্ধ করে দেয় তৃণমূলের বাস শ্রমিক ইউনিয়নের কর্মীরা । আচমকা বাস বন্ধ হয়ে যাওয়ায় কার্যত চরম দুর্ভোগে পড়েন  এদিন বহু যাত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় আইএনটিটিইউসির সভাপতি পদে রদবদল হয়।
কালনা শহর তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন সভাপতি হয় শান্তি সাহা। কালনা বাসস্ট্যান্ডের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের শ্রমিকদের অভিযোগ, গতকাল রাতে বাসস্ট্যান্ডে প্রায় ৪০ জন দুষ্কৃতী কে নিয়ে এসে নতুন সভাপতি বাসস্ট্যান্ডের শ্রমিকদের হুমকি দেয় যে, এবার থেকে তার কথা অনুযায়ী চলতে হবে সকলকে। বেশি বাড়াবাড়ি করলে গাঁজা কেস দিয়ে থানায় ঢুকিয়ে দেয়া হবে।

এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রমিকরা। আজ সকাল থেকে কালনা বাসস্ট্যান্ডে বিভিন্ন রূটের বাস বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃনমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। বেশিরভাগ রুটের বাস সম্পূর্ন বন্ধ থাকলেও শুধুমাত্র কালনা, পান্ডুয়া রূটের শ্রমিক সংগঠন আলাদা হওয়ায় গুটি কয়েক বাস এদিনও চলছে হুগলির দিকে। জানা গেছে, কালনা বাস স্ট্যান্ড থেকে প্রায় ২০০ টি বাস চলাচল করে বিভিন্ন প্রান্তে। কালনা শহর ও বাইরে থেকে প্রচুর মানুষ এদিন সকালে কালনা বাসস্ট্যান্ডে বাস ধরতে এসে চরম দুর্যোগে পড়েন।

তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন শহর সভাপতি শান্তি সাহা অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। শান্তি সাহার দাবি, দলেরই কিছু নেতার উস্কানিতে এই সমস্যা সৃষ্টি হয়েছে। দলের ওপর মহলের নেতৃত্ব কে ঘটনার বিষয়ে জানানো হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি সৈয়দ মহম্মদ সেলিম বলেন,” গতকাল সংগঠনের কালনা শহর সভাপতি বাস শ্রমিকদের সঙ্গে কিছু আলোচনা করতে গিয়েছিলেন। কিছু সমস্যা হয়েছিল। কিছু বাস চলাচল বন্ধ রেখেছেন কয়েকজন। সমস্যা মিটে গেছে। আগামীকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”

আরো পড়ুন