---Advertisement---

চালকের বুদ্ধিমত্তায় বর্ধমানে বড়সড় দুর্ঘটনা এড়াল সরকারি যাত্রীবাহী বাস

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বাসের ব্রেক ফেল হয়ে যাওয়ার পরেও চালকের উপস্থিত বুদ্ধিমত্তায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ধর্মতলা থেকে বর্ধমানগামী দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসের প্রায় ১৬জন যাত্রী। নিশ্চিত দুর্ঘটনা ঘটতে চলেছে বুঝে নিয়ে নিয়ন্ত্রণহীন বাসটির চালক চলন্ত অবস্থায় রাস্তার ওপর ডিভাইডারে সরাসরি গিয়ে ধাক্কা মেরে থামিয়ে দেন বাসটিকে। বাসের সামনের বাঁ দিকের অংশ ভেঙ্গে ঢুকে যায়। তবে দুর্ঘটনায় কোন যাত্রীর কোন ক্ষতি হয়নি বলেই সরকারি বাসের চালক উদয় রায় জানিয়েছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বর্ধমানের রেলওয়ে ওভার ব্রিজ থেকে নামবার সময় পাঞ্জাবি পাড়ার সামনে জিটি রোডের ওপর। জানা গেছে বাসটি কলকাতার ধর্মতলা থেকে বর্ধমান আসছিল। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের জন্য যানজট এড়াতে এদিন শহরের ভিতর দিয়েই নবাবহাট যাচ্ছিল বাসটি। হটাৎ ওভার ব্রিজ থেকে নামবার সময় চালক ব্রেকে পা দিয়ে বাসের স্পিড কমাতে গেলে একটা আওয়াজ ওঠে।

এরপরই চালক বুঝতে পারেন বাসের ব্রেক ফেল হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে উদয়বাবু সময় নষ্ট না করে চিৎকার করে যাত্রীদের সতর্ক করে দেন। দ্রুত তিনি বাসটিকে কিভাবে থামানো যায় তার জন্য প্রস্তুতি নেন। ওভার ব্রিজ থেকে জিটি রোডে নামতেই নবাবহাটের দিকে মূল রাস্তা ছেড়ে দিয়ে বাসটিকে ডান দিকে ঘুরিয়ে দেন। সামনেই রাস্তার মাঝে ডিভাইডার থাকায় বাসটি সরাসরি সেখানে গিয়ে ধাক্কা মারে। দাঁড়িয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারতো। প্রাণহানির আশঙ্কাও ছিল। কিন্তু সোজা নবাবহাটের দিকের রাস্তায় বাসটিকে নিয়ে না গিয়ে দ্রুত ডানদিকে ঘুরিয়ে দেওয়ায় এবং চালক জেনেবুঝে ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণহীন বাসটিকে থামাতে সমর্থ হওয়ায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। চালকের উপস্থিত বুদ্ধির জন্যই একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন বাসের ও পথচলতি বহু মানুষ। দুর্ঘটনার পরই চালক ও যাত্রীদের বাস থেকে নামিয়ে নিয়ে আসেন কর্তব্যরত ট্রাফিক অফিসারেরা। কিন্তু কিভাবে, কেন হটাৎ ব্রেক ফেল করল সরকারি বাসের, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বাসের যাত্রী থেকে স্থানীয় এলাকার মানুষজন।

See also  জেলাজুড়ে চুরি যাওয়া বা হারিয়ে ফেলা ১৩৭টি ফোন উদ্ধার করে ফেরত দিলো জেলা পুলিশ

জেলা পরিবহন আধিকারিক অনুপম চক্রবর্তী এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘কি কারণে দুর্ঘটনা ঘটেছে তার ময়না তদন্ত হবে। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে সরিয়ে নিয়ে গেছে। চালক সহ বাসের যাত্রীরা সকলেই সুস্থ আছেন। পরবর্তীতে এক্সপার্ট মেকানিক দের দিয়ে বাসটির পরীক্ষা করানো হবে।’

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---