ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সোমবার থেকে জেলার সমস্ত নদ নদী থেকে বর্ষাকালে বালি উত্তোলন বন্ধের নির্দেশিকা জারি করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এই মোতাবেক গতকাল অর্থাৎ ২৬জুন জেলাশাসকের দপ্তর থেকে একটি নির্দেশ কার্যকর করা হয়। ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এবং EC ( Environmental Clarence )এর শর্ত অনুযায়ী বর্ষাকালে নদ নদী থেকে বালি উত্তোলন নিষিদ্ধ। আর সেই নির্দেশ কে কার্যকর করতে পূর্ব বর্ধমান জেলায় নদীর তলদেশ থেকে বালি উত্তোলন সোমবার অর্থাৎ ২৭ জুন থেকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হল।
নির্দেশে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান জেলার সমস্ত ইজারাদারদের আদেশটি মেনে চলতে হবে। এই নির্দেশ অমান্যকারী যেকোন লঙ্ঘনকে গুরুত্ব সহকারে দেখা হবে এবং খনির ইজারার লাইসেন্স বাতিল করা হবে বলেও নির্দেশ জারি করা হয়েছে। জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গেছে, এই মুহূর্তে জেলার ৮৬জন ইজারাদার কে এই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি, নদী থেকে সমস্ত ধরনের অস্থায়ী সেতু, কাঠামো খুলে ফেলার বা সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকেই দামোদর নদের তীরবর্তী গলসি, খন্ডঘোষ, বর্ধমানের সদরঘাট, রায়না, জামালপুর, বড়শুল, পাল্লা প্রভৃতি এলাকার বালিঘাট গুলোতে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে ঘুরে দেখেন।
বালি ঘাটের ইজারাদারদের অনেকেই জানিয়েছেন, নির্দেশ পাওয়ার পর তারা বালি উত্তোলনের জন্য নদীর বুকে রাখা যন্ত্রপাতি খুলে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সোমবার থেকেই আর কোন নদীঘাট থেকে বালি সরবরাহ করা হচ্ছে না। ফলে কোন যানবাহন এদিন ঘাটগুলিতে আসেনি। তবে সরকারি নির্দেশ মেনে মজুদ বালি সরবরাহের কাজ চালু রয়েছে।