---Advertisement---

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জেলার ভূমি আধিকারিকদের অভিযানে নামার নির্দেশ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পরই নড়েচড়ে বসলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বালি ও গৌণ খনিজ পদার্থের অবৈধ খনন, পরিবহন, মজুদ এবং বিক্রির বিষয়ে কঠোর নির্দেশ জারি করলো জেলা প্রশাসন। জেলা, মহকুমা ও ব্লক স্তরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সমস্ত আধিকারিকদের এব্যাপারে নিয়মিত কড়া নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক কে সপ্তাহের প্রতিদিন, মহকুমা আধিকারিকদের সপ্তাহে চার দিন এবং ব্লক ভূমি আধিকারিকদের সপ্তাহে তিনদিন করে বেআইনি খনন স্থল পরিদর্শন, বেআইনিভাবে পরিবহন (বালি ও অন্যান্য খনিজ), অবৈধ মজুদ ও বিক্রির উপর নজরদারি চালাতে হবে ছুটির দিন বাদে।

বিজ্ঞাপন

সমস্ত এনফোর্সমেন্ট প্রোগ্রাম জেলা স্তরে এবং মহকুমা স্তরে পরিবহন আধিকারিক এবং পুলিশ প্রশাসনের সাথে এবং ব্লক স্তরে স্থানীয় থানার সাথে যৌথভাবে অনুষ্ঠিত হবে৷ পর্যাপ্ত কর্মকর্তা ও অধীনস্থ কর্মচারীদের সময়সূচী অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগ করবে। প্রতি মাসের নির্দিষ্ট কর্মসূচির সময়সূচী সংশ্লিষ্ট ভূমি দপ্তরগুলোকেই আগে থেকে প্রস্তুত করতে হবে এবং তার একটি অনুলিপি সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ এবং মুখ্য ও অতিরিক্ত পরিবহন আধিকারিকের  অফিসগুলিতে পৌঁছে দিতে হবে। 

নির্দেশে জানানো হয়েছে, এটা নিশ্চিত করতে হবে যে অভিযান চালানোর সময় সমস্ত দল WBMDTCL(স্যান্ড) এর মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যানবাহন চেক করার জন্য অনুমোদিত অফিসারের নেতৃত্বে রয়েছে।  সমস্ত চেকিং কার্যক্রম নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা হয়েছে এবং আইন লঙ্ঘনকারীর জরিমানা আরোপের জন্য একই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিপোর্ট করা হয়েছে।

এই ধরনের এনফোর্সমেন্ট প্রোগ্রামের সময় ইজারাদারদের দ্বারা রক্ষিত রেজিস্টার চেকিং সহ বালির মজুদের যাচাইকরণ এবং অনুমোদিত খনির পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় খনন করা হচ্ছে কিনা যাচাই করতে হবে। আইন অনুযায়ী জরিমানা, অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা আরোপের জন্য প্রয়োজনীয় প্রমাণ সহ একই দিনে রিপোর্ট জমা করতে হবে। এছাড়াও যানবাহন চেক করা এবং বালির ঘাট পরিদর্শন করা সহ এনফোর্সমেন্ট কার্যকলাপ সম্বন্ধীয় সাপ্তাহিক রিপোর্ট ডকুমেন্টেশন সহ সংশ্লিষ্ট ভূমি অফিসগুলিকে জেলা অফিসে জমা দিতে হবে।নফোর্সমেন্ট প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় যানবাহন সংশ্লিষ্ট জেলা, মহকুমা ও ব্লক অফিসগুলোকেই বন্দোবস্ত করতে হবে।

See also  অবৈধ গ্যাস কারবারের হদিস মন্তেশ্বরে, গ্রেফতার এক, আটক সিলিন্ডার সহ মেশিন

ছবি : ইন্টারনেট

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---