ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ষাকালীন নদ,নদী থেকে বালি তোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সোমবার অর্থাৎ আজ ১৮ নভেম্বর থেকে বালি ঘাটগুলোর বৈধ ইজারাদারদের আর নদ,নদী থেকে বালি উত্তোলনে, লোডিং এবং পরিবহনে কোন প্রতিবন্ধকতা থাকলো না। এদিন পূর্ব বর্ধমান জেলা শাসক এই নির্দেশ কার্যকর করেছেন। সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত গত জুলাই মাসের ৩ তারিখ থেকে বর্ষাকালীন জেলার নদ, নদী থেকে বালি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন। পরবর্তীতে মজুদ বালি বিক্রিই বৈধ হিসেবে গণ্য ছিলো। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে জেলার বিভিন্ন জায়গায় চুরি করে নদী থেকে বালি তুলে পাচার করেছে কিছু অসাধু বালি কারবারিরা। বিভিন্ন থানা এলাকায় অবৈধভাবে বালি পরিবহনের জন্য বালির গাড়ি আটক করেছে পুলিশ। একইসাথে বালি চুরির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এরই মধ্যে রাজ্যে বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার সাথে সাথে নতুন করে বালি ঘাট গুলো খোলার অপেক্ষায় ছিলো বৈধ ইজারাদাররা। জেলা প্রশাসনের আজকের নির্দেশের পর আর নদ,নদী থেকে বালি উত্তোলনে কোন বাধা রইলো না। যদিও সূত্রের খবর, বর্ধমান, গলসি, খন্ডঘোষ, রায়না, জামালপুর, মঙ্গলকোট, কাটোয়া প্রভৃতি এলাকার বেশ কিছু বালি কারবারি অবৈধ ভাবে নদ, নদী থেকে বালি কেটে পাচার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এমনকি গ্রীন ট্রাইবুনাল ও রাজ্য মাইনস এন্ড মিনারেলস দপ্তরের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে নদীতে বিভিন্ন ধরনের ভারী মেশিন নামানোর প্রস্তুতি নিতে শুরু করেছে কিছু অসাধু বালি কারবারিরা বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।