---Advertisement---

পূর্ব বর্ধমান জেলা প্রথম ডিভিশন ফুটবল লিগ এবার মেমারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পূর্ব বর্ধমান জেলার প্রথম ডিভিশন ফুটবল লিগ এই প্রথম সদর শহরের বাইরে মেমারি শহরে অনুষ্ঠিত হতে চলেছে। বর্ধমান ডিসট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও মেমারি পৌরসভার আয়োজনে আগামী ১৬ জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্ট চলবে মেমারি স্টেডিয়ামে। প্রতিদিন দুপুর ২-৩০ মিনিট থেকে নির্ধারিত সূচী অনুসারে মেমারি স্টেডিয়ামে খেলা হবে।

বিজ্ঞাপন

মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপণ বিষয়ী এই ব্যাপারে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘জেলার প্রথম ডিভিশন ফুটবল লিগ বর্ধমান শহরের বাইরে এবছর থেকে মেমারি শহরে শুরু হওয়ায় আমরা খুশি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের ও জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন এর কর্তা ব্যক্তিরা মেমারি স্টেডিয়াম ঘুরে দেখে গেছেন। আগামী রবিবার এই লীগের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের আধিকারিক গণ সহ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা।

এছাড়াও মেমারি পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা ওইদিন উপস্থিত থাকবেন মাঠে। মেমারি শহরে এই প্রথমবার জেলার প্রথম ডিভিশন ফুটবল লিগ শুরু হওয়ার আগে আগামী শনিবার এই উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মেমারি পুরসভা থেকে এই শোভাযাত্রা বেরিয়ে অভিযান সংঘ পর্যন্ত যাবে। শোভাযাত্রায় অংশগ্রহণ করবে সমস্ত ক্লাব, পুরসভার কর্মীবৃন্দ ও শহরের বাসিন্দারা।

See also  রিক্সা চালিয়ে কলকাতা থেকে সিয়াচিনে পথে কলকাতার রিকশাওয়ালা সত্যেন, উদ্দেশ্য প্রকৃতি নিয়ে মানুষকে সচেতন করা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---