---Advertisement---

ট্যাব কাণ্ডে মালদা থেকে ফের চারজনকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ট্যাব কাণ্ডে গ্রেফতার হওয়া হাসেম আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে মালদায় ফের অভিযান চালিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ আরো চার জন প্রতারক কে গ্রেপ্তার করলো। ধৃতরা হলো পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকার এবং রকি শেখ। ট্যাবলেট ফান্ডের তছরুপি মামলায় তাদেরকে বর্ধমান আদালতে হাজির করা হবে আজ অর্থাৎ বুধবার। মালদার ভগবানপুর কেবিএস স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখ-এর বিরুদ্ধে একাধিক স্কুলের অ্যাকাউন্টের লগইন ক্রেডেনশিয়াল সরবরাহ করার অভিযোগ রয়েছে, যা অর্থ তছরুপিতে সহায়তা করেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার সায়ক দাস বলেন, “অনৈতিক বা বেআইনি ভাবে পোর্টালে ঢুকে কিছু অ্যাকাউন্টের নম্বর বদলে দেওয়া হয়েছিল। সিএমএস স্কুলের ২৮ জন ছাত্রছাত্রীর মধ্যে অন্য অ্যাকাউন্টে যাওয়া ২৫ জনের টাকা আটকে দেওয়া সম্ভব হয়েছে।”  পুলিশের দাবি, জেলার ২০টি স্কুল থেকে ৮১ জন ছাত্রছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। তদন্তে দেখা গিয়েছে, অ্যাকাউন্ট নম্বর ভুল টাইপ করায় ১১ জনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। বাকি ৭০টি অ্যাকাউন্টকে তদন্তের আওতায় আনা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোট ৮৭ জনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তার বদলে অন্য জনের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। সে সব অ্যাকাউন্টকে চিহ্নিত করা গিয়েছে। ৮৫ জনকে ট্যাব কেনার টাকা দিয়েও দেওয়া হয়েছে। এ ছাড়াও নানাবিধ এত চেয়েছে। এছাড়া নানাবিধ কারণে আরও ৫২২ জন ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকার অ্যাকাউন্ট থেকে তুলতে পারছে না বলে জানা গিয়েছে। প্রশাসনের দাবি ঐসব অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। সেইসব মিটে গেলেই টাকা তুলতে পারবে।

See also  শিক্ষকের ব্যাঙ্ক একাউন্ট থেকে সাড়ে ৫লক্ষ টাকা লোপাট! আলোড়ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---