ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দামোদর নদ থেকে বেআইনিভাবে বালি খননের বিরদ্ধে পূর্ব বর্ধমান জেলা পুলিশ বৃহস্পতিবার জোরদার অভিযান চালালো। গলসি থানার জুজুটির দামোদর জল প্রকল্পের কাছে বেআইনিভাবে বালি খননকারীর দল হাতেনাতে ধরা পড়ল পুলিশের হাতে। ১২ জন আসামী সহ ছটি ট্রাক্টর ও তিনটি ট্রলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার আমানদীপ সিং জানিয়েছেন, পুলিশি নজরদারি ছিল আগে থেকেই, বেশ কয়েকবার নৌকা করে অভিযুক্তরা নদীর উপর দিয়ে পালাতে সক্ষম হলেও এদিন যৌথ অভিযানে বেআইনি কারারীদের শেষ রক্ষা হলো না। বালি চোরদের ধরতে ফাঁদ পাতা হয়েছিল গুছিয়েই। গতকাল ভোর রাতে বর্ধমান থানা, খন্ডঘোষ আর গলসি থানার যৌথ বাহিনী গোপন সূত্র মারফত বেআইনিভাবে বালি খননের খবর পেয়ে এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গে নিয়ে জুজুটির দামোদর নদীর ঘাটে একটি বিশেষ অভিযান চালায়।
পুলিশের জালে ধরা পড়ে সেখানে অবৈধ এবং বেআইনি বালি খননে যুক্ত ১২ জন। বাজেয়াপ্ত করা হয়েছে ছটি ট্রাক্টর সহ তিনটি ট্রলি। বর্ধমান থানা এবং গলসি থানা দুই জায়গাতেই অপরাধী দের বিরুদ্ধে দুটি কেস শুরু করা হচ্ছে। আসামিদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও গতকাল রাতে পালিতপুর এর কাছে বর্ধমান থানা তিনটি, গলসি থানা দুটি, দেওয়ানদিঘী থানা তিনটি ওভারলোডিং বালি বোঝাই ট্রাক আটক করেছে এবং এমভিআই -এর হাতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়ার জন্য তুলে দেওয়া হচ্ছে।