জেলাজুড়ে চুরি যাওয়া বা হারিয়ে ফেলা ১৩৭টি ফোন উদ্ধার করে ফেরত দিলো জেলা পুলিশ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: চুরি যাওয়া ১৩৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের তা ফিরিয়ে দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলা পুলিশের তরফ থেকে “প্রাপ্তি” কর্মসূচির মধ্যে দিয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধার করা হয়েছিলো। শুক্রবার জেলা পুলিশ-লাইনের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফোন গুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোন গুলি তুলে দেন পুলিশ সুপার আমনদীপ, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবে খুশি মোবাইল মালিকরা। চুরি যাওয়া মোবাইল খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সকলে।

পুলিশ সুপার আমনদীপ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘মোবাইল ফোন চুরির অভিযোগ জেলা বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে দায়ের হয়েছিলো। আমাদের জেলা পুলিশের বিশেষ টিম রয়েছে, যারা চুরি বা খোয়া যাওয়া মোবাইল খুঁজে বার করার কাজে পারদর্শী। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময়ে এই বিশেষ টিমের অফিসারেরা  চুরি যাওয়া ফোন গুলোর মধ্যে ৫০০টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করেন।

তার মধ্যে বিভিন্ন থানা থেকে বেশীর ভাগ মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। বাকি ১৩৭টি মোবাইল শুক্রবার সঠিক মালিকদের হাতে তুলে দেওয়া হল পুলিশ অডিটোরিয়াম থেকে। চুরি যাওয়া বা হারিয়ে ফেলা ফোনের অনেক মালিকই বাস্তবে ভাবতেই পারেননি প্রায় এক বছর আগে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফের ফিরে পাওয়া যেতে পারে। কিন্তু আচমকাই পুলিশের কাছ এসে সেই ফোন ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ পেয়ে কার্যত অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন বলে এদিন জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এদিন হাতে মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি অঞ্জলি বাগ,বাপ্পা বৈদ্য, শেখ আরিফরা।

আরো পড়ুন