স্বাধীনতা দিবসে চিফ মিনিস্টার মেডেল পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার এসপি কামনাশীষ সেন, রাজ্য থেকে মনোনীত ১২জন অফিসার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: প্রতিবছরের ন্যায় এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশের উল্লেখযোগ্য কাজের জন্য চিফ মিনিস্টার মেডেল প্রদান করা হচ্ছে রাজ্যের ১২ জন আইপিএস পদমর্যাদার অফিসারকে। রাজ্যপালের মনোনীত পুরস্কার প্রাপক এই অফিসারদের মধ্যে এবছর আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য রয়েছেন রাজ্যের ৫জন আইপিএস অফিসার। পাশাপশি কমেন্ডেবল সার্ভিসের জন্য মনোনীত হয়েছেন আরো ৭জন অফিসার। এঁদের মধ্যে কেবলমাত্র একজন পুলিশ সুপার পদে কর্মরত আইপিএস পদমর্যাদার একমাত্র অফিসার যিনি পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার পদে রয়েছেন অর্থাৎ কামনাশীষ সেন, তিনিও এই কমেন্ডেবেল সার্ভিসের জন্য মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন স্বাধীনতা দিবসে। 

বিজ্ঞাপন

আউট স্ট্যান্ডিং সার্ভিসের জন্য এবছর পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন প্রথমেই ডিজি এন্ড আইজিপি ওয়েস্ট বেঙ্গল আইপিএস মনোজ মালভিয়া। এছাড়াও রয়েছেন এডিজি এবং আইজিপি সিআইডি আইপিএস আর রাজশেখরণ। হাওড়া পুলিশ কমিশনারেট এর সিপি আইপিএস প্রবীণ কুমার ত্রিপাঠি। বাঁকুড়া রেঞ্জের আইজিপি আইপিএস সুনীল কুমার চৌধুরী। বিধান নগর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার আইপিএস দেবস্মিতা দাস।

এছাড়াও কমেন্ডেবল সার্ভিসের জন্য চিফ মিনিস্টার মেডেল পাচ্ছেন আরো সাতজন আইপিএস। এর মধ্যে রয়েছেন বর্ধমান রেঞ্জের ডিআইজি আই পি এস অলক রাজোরিয়া। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি আইপিএস রশিদ মুনির খান। ডাইরেক্টরের অফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল এআইজি (সিকিউরিটি) আইপিএস অ রবীন্দ্রনাথ। কলকাতা সেন্ট্রাল ডিভিশনের ডিসি আই পি এস রুপেশ কুমার। কলকাতা সাউথ ডিভিশনের ডিসি আই পি এস আকাশ মাঘারিয়া। কলকাতা নর্থ ডিভিশনের ডিসি আইপিএস জয়িতা বোস এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আইপিএস কামনাশীষ সেন।

আরো পড়ুন