---Advertisement---

ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী ম্যাগাজিন ’ইউ টার্ন’ প্রকাশ করলেন পূর্ব বর্ধমান পুলিশ সুপার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পূর্ব বর্ধমানে পথনিরাপত্তা সপ্তাহ উদযাপনের শেষ দিনে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রচিত “ইউ-টার্ন” শীর্ষক ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী ম্যাগাজিন প্রকাশ করলেন জেলা পুলিশের আরক্ষাধক্ষ্য সায়ক দাস। ৩৫ টি গল্প ও ১৫ টি কবিতা রয়েছে এই ম্যাগাজিনে। রাজ্যের বিভিন্ন প্রান্তের লেখক লেখিকারা অংশ নেয় এই উদ্যোগে।

বিজ্ঞাপন

আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, “পড়ুয়াদের কাছে সাহিত্যের মাধ্যমে পথসচেতনতা ও ড্রাগবিরোধী বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এহেন উদ্যোগ। এই ম্যাগাজিনের বৈদ্যুতিন সংস্করণও এদিন প্রকাশিত হয়েছে।”

এই ম্যাগাজিনের প্রচ্ছদ করেছেন রাজ্যের দুই পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য ও অম্লান কুসুম ঘোষ। এদিন ট্রাফিক সচেতনতায় একটি গানও পুনপ্রকাশিত হয় সংস্থার তরফে, যাতে বিভিন্ন বিখ্যাত শিল্পীরা পথসুরক্ষার বার্তা দিয়েছেন। উল্লেখ্য শুধুমাত্র ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী বিষয়ক বার্ষিক পত্রিকা এই রাজ্যে একমাত্র এটিই বলে সংস্থার দাবী, যা ২০১৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে।

See also  সাত সকালে ঝড়ের তান্ডব জামালপুরে, উড়ে গেলো বাড়ির চাল, সেতু থেকে নদীতে উল্টে গেল গাড়ি, আহত এক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---