সাউথ বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ১৫টি সোনা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দুর্গাপুরে আয়োজিত ইন্ডিপেনডেন্স কাপ ‘সেইসিনকেই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের ১৪জন ক্যারাটেকা ফের সাফল্য অর্জন করল। গত ১৪আগস্ট দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে দুর্গাপুর সেইসিনকেই ক্যারাটে এসোসিয়েশনের পরিচালনায় এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায়  বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং  ঝাড়গ্রাম জেলার মোট প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

পূর্ব বর্ধমান সেইসিনকেই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১৪ জন ক্যারাটেকা অংশগ্রহণ করেছিল। মোট ২৩ টি পদক (১৫ টি সোনা, ৬ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জ) জয়লাভ করেছে। উল্লেখ্য, ঈশানী গুপ্তা, চৈতালি গুইন ও সঞ্চিতা রাম কাতা ও কুমিতে বিভাগে ২টি করে সোনা এবং অহর্সি গাঙ্গুলী, বৈশ্রী টুডু, আদিত্য রাম, বৈদ্যুতি মণ্ডল, লগ্নজিতা খাঁ, ধ্রুবজিৎ দত্ত, শ্রেয়সী ঘোষ, অঞ্জনাভ সাধু ও শেখ ইসথেকার আলী ১টি করে সোনা জয়লাভ করেছে। পূর্ব বর্ধমানের ক্যারাটে খেলোয়ারদের একের পর এক বিভিন্ন প্রতিযোগিতায় এই সাফল্যে সকলে খুব খুশি।

আরো পড়ুন