ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: এবার আয় বৃদ্ধির লক্ষ্যে অর্থকরী ফল চাষের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন প্রান্তে পড়ে থাকা অব্যবহৃত ফল চাষের উপযুক্ত জমি চিহ্নিত করে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সারাবছর বিভিন্ন ফল চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতমধ্যেই ৬টি জমি চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে রয়েছে মেমারির ডাক বাংলো, কাটোয়ার শ্রীখন্ড, কালনা, খন্ডঘোষ, জামালপুর ও বর্ধমান ২ব্লকের জেলা পরিষদের কিছু জমি কে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি অর্থবর্ষেই এই কাজ শুরু করা হবে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদে তরফে এই কাজের জন্য ১ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। অব্যবহৃত জায়গায় উদ্যান তৈরি করে বিভিন্ন অর্থকরী ফল চাষের মাধ্যমে জেলা পরিষদের আয় বৃদ্ধি এই পরিকল্পনার মূল লক্ষ্য। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বিশেষজ্ঞ দল নিয়ে এই এলাকাগুলি পরিদর্শন করেছেন। সেখানে কি ধরনের ফল চাষ হতে পারে সেই বিষয়টি খতিয়ে দেখে পরিকাঠামো গড়ে তোলা হবে বলে তিনি জানিয়েছেন।
সভাধিপতি জানিয়েছেন, ‘৬ টি এলাকা মিলিয়ে মোট ৩০ বিঘা জমিতে ফলের বাগান তৈরি করা হবে। এই কাজের জন্য জেলা পরিষদের তরফে ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এলাকার চারিপাশে সীমানা পাঁচিল দেওয়া, চাষের জলের জন্য সোলার সাব মার্শিবেল, ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা করা হবে। মূলত, মিয়াজাকি আম সহ বিভিন্ন প্রজাতির আম, সবেদা, জামরুল সহ বিভিন্ন ফলের চাষ করা হবে। আমাদের লক্ষ্য উৎপাদিত ফল বাজারজাত করার মাধ্যমে জেলা পরিষদের আয় বৃদ্ধি করা। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি করা। জেলা পরিষদের তরফে এই কাজের জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।”