পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রেস নতুন করে চালু করার উদ্যোগ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দীর্ঘদিন বন্ধ থাকার পর পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রেস নতুন করে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদের যাবতীয় কাজের জন্য দীর্ঘদিন আগেই একটি প্রেস চালু করা হয়েছিল। সেখানে জেলা পরিষদের বিভিন্ন নথি, কাগজ ছাপানোর কাজ করা হত। উপযুক্ত কর্মীর অভাব ও অন্যান্য কারণে পরে প্রেস পরিচালনা করা সম্ভব না হওয়ায় সেটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি নতুন করে জেলা পরিষদ গঠন হওয়ার পর ফের জেলা পরিষদের নিজস্ব এই প্রেসটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের নিজস্ব এই প্রেসে জেলা পরিষদের যাবতীয় কাজ করা হত। এই প্রেস পরিচালনার ক্ষেত্রে দুজন কর্মী নিযুক্ত ছিলেন। ২০১৭ সালে এই দুজন কর্মী অবসর নেওয়ার পর প্রেসটি পরিচালনা করা অসম্ভব হয়ে যায়। তারপর থেকেই প্রেসটি বন্ধ হয়ে যায়। এরফলে জেলা পরিষদের সমস্ত কাজ বাইরে থেকে করতে হত। এরফলে প্রতি মাসে কয়েক হাজার টাকা অতিরিক্ত ব্যায় বহন করতে হয়। এছাড়া, জেলা পরিষদের নথি ও অন্যান্য কাজ বাইরে থেকে করানোর ফলে একদিকে যেমন খরচ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে, জেলা পরিষদের গোপনীয়তা বজায় রাখার বিষয়টিতেও সমস্যা তৈরী হয়।

সম্প্রতি জেলা পরিষদের নতুন বোর্ড গঠন হওয়ার পর প্রথম স্থায়ী সমিতির বৈঠকে জেলা পরিষদের প্রেস ফের চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা পরিষদের ছাপার খরচ বাঁচাতে ও নিজস্ব তহবিল রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জানান,”জেলা পরিষদের অর্থের স্থায়ী সমিতি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রেস পরিচালনার জন্য কর্মী নিয়োগ করা হবে। এরফলে খরচ কমবে। জেলা পরিষদের নিজস্ব তাহবিল বাড়ানো সম্ভব হবে। এছাড়া, প্রেস পরিচালনার জন্য কর্মী নিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে।”

আরো পড়ুন