রাজনীতি

পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠিত হলো

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি আগেই নির্বাচন হয়ে গিয়েছিল। সোমবার জেলা পরিষদ পরিচালনার স্থায়ী সমিতি ঘোষণা করা হল। আগামী পাঁচ বছর জেলা পরিষদ পরিচালনার দায়িত্ব সামলাবেন এই কমিটির সদস্যরা। জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন,‘ সোমবার স্থায়ী সমিতির বৈঠকে কর্মাধক্ষ্য কারা হবেন সেটা স্থির হয়েছে। আগামী ১৯ তারিখ কর্মাধক্ষ্যরা শপথ নেবেন। সবাই কে নিয়েই আমরা আগামীদিনে জেলার সার্বিক উন্নয়ণের লক্ষ্যে কাজ করব।’

উল্লেখ্য এবারের জেলা পরিষদের নতুন কমিটির  মেন্টর বা পরামর্শদাতা মনোনীত হয়েছেন প্রাক্তন সভাপধিপতি ও সহ-সভাধিপতি দেবু টুডু। আগে এই পদে ছিলেন জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। অধ্যক্ষ মনোনীত হয়েছেন মহ: অপার্থিব ইসলাম। উপাধ্যক্ষ কানিজ রসূল। এছাড়াও এবারে স্থায়ী সমিতির দশ জনের কর্মাধক্ষ্য পদের মধ্যে জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের দায়িত্বে এসেছেন বিশ্বনাথ রায়। পূর্ত, ক্রীড়া ও পরিবহন দপ্তরের দায়িত্বে মিঠু মাঝি।

কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতিতে এসেছেন মেহবুব মন্ডল। শিক্ষা-সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধক্ষ্য হয়েছেন শান্তনু কোঁয়ার। শিশু, নারী উন্নয়ণ, জনকল্যাণ ও ত্রাণ দপ্তরের দায়িত্ব পাচ্ছেন মাম্পি রুদ্র। বন ও ভূমি সংস্কার দপ্তরের দায়িত্ব পাচ্ছেন নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। খাদ্য ও সরবরাহ বিভাগের দায়িত্বে গুফরানা ইয়াসমিন। ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি দপ্তরের দায়িত্বে আরতি খান ও মৎস ও প্রাণী সম্পদ দপ্তরের দায়িত্ব সামলাবেন শিশির মন্ডল।