স্বাস্থ্য

বর্ধমান মেডিক্যালে জরুরি বিভাগের লিফট বিভ্রাট, মাঝপথে আটকে পড়লেন ৮জন নার্স, কান্নাকাটি, আতঙ্ক

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওপর থেকে নিচে নামবার সময় শনিবার সকাল ১১টা নাগাদ হঠাৎই মাঝপথে আটকে যায় লিফট। লিফটে করে তখন আট জন নার্সিং পড়ুয়া উপর থেকে নিচে নামছিলেন। আচমকা মাঝপথে লিফট আটকে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে লিফটের ভিতরে থাকা পড়ুয়াদের মধ্যে। শুরু হয়ে যায় কান্নাকাটি। এমনকি লিফট বিভ্রাটের খবরও দ্রুত ছড়িয়ে পড়ে হসপিটালের বিভিন্ন বিভাগে।প্রায় ১৫ মিনিট একইভাবে আটকে থাকার পর কর্মীরা এসে লিফট নামানোর ব্যবস্থা করেন। স্বাভাবিকভাবেই লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে রীতিমত প্রশ্ন তুলছেন রোগীর পরিজন থেকে হসপিটালের ডাক্তার, নার্স ও কর্মীদের একাংশ।

প্রসঙ্গত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নীচে অস্থি বিভাগের পাশেই রয়েছে লিফট। জরুরী বিভাগে প্রবেশ পথের মুখে যে লিফট ছিল, সেটি বেশ কয়েকবছর আগেই বিকল হয়ে গেছে। তারপর থেকে এই একটি লিফটের উপরেই ভরসা। অস্থি বিভাগের পাশের লিফট দিয়েই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে রোগী ও রোগীর পরিজনেরা ওঠানামা করেন। এমনকি খাবার, ওষুধপত্র নামানো ওঠানোও হয় এই লিফট দিয়েই। এদিন প্রায় আটজন নার্সিং পড়ুয়া এই লিফট দিয়ে জরুরি বিভাগের উপরতলা থেকে নীচে নামছিলেন।

হঠাৎ মাঝপথে লিফট আটকে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটকে যাওয়া লিফট থেকেই চিৎকার শুরু করেন তারা। এক একজন তাদের ঘনিষ্ট দের ফোন করে পরিস্থিতির কথা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। নীচে অন্যান্য পড়ুয়ারাও উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা শুরু করেন। এইভাবেই কেটে যায় প্রায় ১৫-২০ মিনিট। আতঙ্কে অনেকেই কান্নাকাটি শুরু করেন। এরপর কর্মীরা ছুটে এসে লিফট নামানোর ব্যবস্থা করেন। লিফট খুব ধীরে ধীরে ওপর থেকে নিচে নেমে আসে। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন, যান্ত্রিক ক্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। টেকনিশিয়ান দের বিষয়টি দেখার জন্য জানানো হয়েছে বলে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Recent Posts