ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গত কয়েকদিন থেকে পূর্ব বর্ধমানে শুরু হয়েছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনে জেলার তাপমাত্রা রয়েছে ৪৩ থেকে ৪৪ডিগ্রীর আশপাশে। দিনের বেলায় চলছে গরম হওয়া। রীতিমত হাঁসফাঁস অবস্থা সাধারণের। এই পরিস্থিতিতে তাপপ্রবাহের হাত থেকে মানুষকে সুরক্ষিত থাকতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও আগাম ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ আপৎকালীন ব্যবস্থা হিসেবে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি রেখেছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, এই সময়ে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হন। রাস্তা ঘাটে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। তাদের জন্য হাসপাতালের জরুরী বিভাগে ৫-৬টি শয্যা সংরক্ষণ করা হয়েছে। যাতে এই ধরণের রোগীরা এলেই দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু করে দেওয়া যায়।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, জরুরী বিভাগে শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে। জরুরি প্রয়োজনে এই বাড়তি শয্যা গুলিকে সংরক্ষিত রাখা হয়েছে। পাশাপাশি সেলাইন এবং ও আর এস সহ প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, গরম থেকে বাঁচতে যে নির্দেশিকা রয়েছে সেগুলি মেনে চলতে হবে।
চিকিৎসকরা জানাচ্ছেন, এই সময় খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া উচিত নয়। পাশাপাশি, প্রচুর জল খাওয়া, ফল এবং সুষম আহার গ্রহণের দিকে নজর দিতে হবে। কেউ বাইরে বেরিয়ে যদি মাথাঘুরে পরে যান, তাহলে তাঁকে শুইয়ে দিয়ে মুখে চোখে জল দিয়ে, বাতাস করতে হবে। রাস্তায় বেড়িয়ে দূর্বল হয়ে পড়লে, দাঁড়িয়ে যাওয়া, বিশ্রাম নেওয়ার কথাও জানাচ্ছেন চিকিৎসকরা। যাদের কো-মর্বিডিটি রয়েছে, তাদের বেশি সচেতন হওয়ার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।