ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের সামনে বনদপ্তরের গেটের উল্টোদিকে একটি গাছের ডাল থেকে বন দপ্তরের কর্মীরা উদ্ধার করলেন একটি বিলুপ্তপ্রায় এশিয়াটিক ক্যামিলিয়ন (গিরগিটি)। বনদপ্তর সূত্রে জানা গেছে এটি পূর্ণবয়স্ক একটি স্ত্রী গিরগিটি। সচারোচর এই প্রজাতির গিরগিটির দেখা পাওয়া না গেলেও প্রায় বছর দুয়েক আগে এই এলাকাতেই অপেক্ষাকৃত ছোট এই একই প্রজাতির গিরগিটি উদ্ধার করেছিল বনদপ্তরের কর্মীরা। জানা গেছে, কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর গিরগিটি টিকে ফের প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়া হবে।
উদ্ধার হওয়া গিরগিটি টি (Chameleo zeylanicus) একটি বিলুপ্ত প্রায় প্রজাতির। এই প্রজাতির গিরগিটি সাধারণত শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার নির্বাচিত কিছু অংশে পাওয়া যায়। অন্যান্য গিরগিটির মতো, এই প্রজাতিটি ববিং বা দুলকি চালে ধীরে ধীরে চলে। এদের একটি অত্যন্ত দীর্ঘ এবং আঠালো জিহ্বা রয়েছে, যা তারা কয়েক ফুট দূর থেকে পোকামাকড় ধরতে ব্যবহার করে।
এছাড়াও অন্যান্য গিরগিটির মতো এদের পা দুটি দুটো টুকরে বিভক্ত। চামড়ার রঙ এবং প্যাটার্ন পরিবর্তন করার ক্ষমতা রয়েছে এদের। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে এরা রঙ পরিবর্তন করতে পারে, তাপ শোষণের জন্য গাঢ় রঙে পরিবর্তিত হতে পারে, অথবা নিজেকে ঠান্ডা করার জন্য হালকাও হতে পারে। আত্মরক্ষার জন্য এরা নিজেদের শরীরের রং পরিবেশের সঙ্গে মানানসই করে তুলে সক্ষম। সাধারণত এরা ছোট খাটো পোকা মাকড় খেয়েই জীবনধারণ করে থাকে।