এলাকায় ড্রোন উড়িয়ে চোলাই মদের বিরুদ্ধে বর্ধমানে অভিযান আবগারি ও পুলিশের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বারবার অভিযান চালিয়েও এলাকায় চোলাইয়ের কারবার বন্ধ করা যাচ্ছে না। তাই এবার অভিনব পন্থা ব্যবহার করল বর্ধমান পুলিশ ও আবগারি দপ্তর। সোমবার জেলা পুলিশের আধিকারিক, বর্ধমান থানার আইসি ও আবগারী দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী রীতিমত এলাকা ঘিরে ফেলে অভিযান চালালো বিজয়রাম এলাকায়। এলাকার কোথায় কোথায় চোলাই তৈরির ভাট্টি আছে, কোথায় চোলাই মজুদ করা হচ্ছে, এমনকি এলাকায় কোথায় চলাইয়ের ঠেক রয়েছে এইসব ম্যাপিং করার উদ্দেশ্যে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, এদিন অভিযানে ৭০লিটার চোলাই মদ, ৬৫৪০লিটার মদ তৈরির উপকরণ ও ৫টি এলুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও অভিযানের আগাম আঁচ পেয়ে বেআইনি কারবারিদের সবাই এলাকা থেকে পালিয়ে যাওয়ায় কাউকে ধরা যায়নি। তবে ড্রোন ক্যামেরার সাহায্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে অবৈধ চোলাই কারবারের জায়গাগুলোর। পরবর্তীতে আরো এই ধরনের অভিযান এই এলাকায় করা হবে।

আরো পড়ুন