বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হতে চলেছে আই ব্যাঙ্ক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বুধবার থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে শুরু হতে চলেছে আই ব্যাঙ্ক। মৃত্যুর পর যারা চোখ দান করবেন তাঁদের চোখ সংরক্ষণ করার ব্যবস্থা গড়ে উঠছে বর্ধমানে। জরুরী বিভাগের উপরে চক্ষু বিভাগেই আই ব্যাঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি, চক্ষু সংগ্রহ করার যে যে অপারেশন থিয়েটার সেটিও ঢেলে সাজানো হচ্ছে। কলকাতা দূর্গাপুরে আই ব্যাঙ্ক থাকলেও বর্ধমানে এই ব্যবস্থা ছিল না। এবার সেই ব্যবস্থাই জেলাস্তরে বর্ধমান মেডিক্যাল শুরু হচ্ছে। জেলায় এই ব্যবস্থা চালু হলে চক্ষু দানের অঙ্গীকার বাড়বে বলেই স্বাস্থ্যকর্তাদের আশা।

বিজ্ঞাপন

কলকাতার প্রায় সব মেডিক্যাল কলেজেই রয়েছে আই ব্যাঙ্ক। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া মেডিক্যালে আই ব্যাঙ্ক থাকলেও বর্ধমান মেডিক্যাল কলেজে আই ব্যাঙ্ক না থাকায় মরণোত্তর চক্ষুদানের কোন ব্যবস্থা বর্ধমানে ছিল না। বুধবার থেকে জেলা সদর হাসপাতালে পথ চলা শুরু করছে ‘কৃষ্ণেন্দু সরকার মেমোরিয়াল আই ব্যাঙ্ক’। জরুরী বিভাগের তৃতীয় তলায় একটি ঘরেই তৈরি হয়েছে আই ব্যাঙ্ক। বাতানুকূল যন্ত্র, রেফ্রিজেরেটার, বিদ্যুৎ সংযোগের যাবতীয় কাজ হয়ে গেছে। আনা হয়েছে আনুসাঙ্গিক জিনিষপত্র। এবার শুধু উদ্বোধনের পালা; জানাচ্ছে হাসপাতাল।

বর্ধমান মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের প্রধান মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, আই
ব্যাঙ্ক খোলা হলেও মানুষ এই ব্যাপারে এখন সচেতন নয়। সেই কারণে প্রথমদিকে প্রচারে জোর দেওয়া হচ্ছে। তাঁর দাবি, হাসপাতালেই এক কাউন্সেলর থাকবেন। তিন হাসপাতালে মারা যাওয়া রোগীর পরিজনদের চক্ষু দানের বিষয়ে সচেতন করবেন। হাসপাতাল জুড়েও চলবে প্রচার। পাশাপাশি, চক্ষু দান এবং আই বল সংগ্রহের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও এই ব্যাপারে কাজে লাগান হবে। তাঁদের সঙ্গেও মৌ স্বাক্ষরিত করা হবে বলে বিভাগীয় প্রধান জানিয়েছেন।

চক্ষু বিভাগ জানাচ্ছে, আই ব্যাঙ্ক তৈরির পাশাপাশি অপারেশন থিয়েটারের কাজও করা হয়েছে। চক্ষু দান করেন সেইরকম মানুষের শরীর থেকে চোখ আলাদা করার জন্য যে অপারেশন প্রয়োজন, সেই কারণে আউটডোর বিভাগে থাকা অপারেশন থিয়েটারকে সাজান হয়েছে। বর্ধমান মেডিক্যালের সুপার তাপস ঘোষ বলেন, বুধবার রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথের হাতে আই ব্যাঙ্কের উদ্বোধন হবে। রাজ্য সরকারের অর্থানুকুল্যে এই প্রকল্প গড়ে উঠেছে।

আরো পড়ুন