ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সর্বভারতীয় ইউ জি সি নেট পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে নজর করলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুই ছাত্রী। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত এই নেট পরীক্ষায় এই দুই ছাত্রীর পার্সেন্টেজ অফ স্কোর হয়েছে পুরোপুরি ১০০। স্বাভাবিকভাবেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই দুই ছাত্রীর সাফল্যে গর্বিত সকল অধ্যাপক থেকে সহপাঠীরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নিমাই চন্দ্ৰ সাহা বলেন,’ আমি এই কৃতী ছাত্রীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছি। এরা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।
কৃতি এই দুই ছাত্রীর মধ্যে ছন্দমঞ্জরী চট্টোপাধ্যায় বিগত নেট পরীক্ষায় ও প্রিয়ঙ্কা কুণ্ডু সাম্প্রতিক নেট পরীক্ষায় এই সাফল্য অর্জন করেছে বলে বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে। স্বাভাবিক ভাবেই তাদের এই সাফল্যে খুশীর হাওয়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ছন্দমঞ্জরী ও প্রিয়াঙ্কা দুজনেরই স্নাতকোত্তরে স্পেশাল পেপার ছিল মধ্যযুগের বাংলা সাহিত্য। বাংলা বিভাগের সিনিয়ার প্রফেসর ড.রমেন কুমার সর বলেন, এরা খুবই মনোযোগী ছাত্রী। এদের সাফল্যে বিভাগের সব অধ্যাপকরাই গর্বিত। আমি এদের ভবিষ্যৎ উজ্জ্বল কর্মজীবন কামনা করি।
বর্ধমান শহরের কালিবাজার এলাকার বাসিন্দা ছন্দমঞ্জরী জানায়, সে পিএইচডি করে অধ্যাপক হতে চায়। তার বাবা পবিত্র চট্টোপাধ্যায় বর্ধমান জেলা আদালতে ল ক্লার্ক । ছন্দমঞ্জরী জানায়, সে বাংলা সাহিত্যের একজন জিজ্ঞাসু পড়ুয়া । তার প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আরামবাগের বালিদেওয়ানগঞ্জের কৃষক পরিবারের কন্যা প্রিয়াঙ্কা লেখাপড়ার সূত্রে এখন বর্ধমানেই থাকে। অন্য সহপাঠীদের সঙ্গে সেও এবার নেটের প্রস্তুতি নিয়েছিল। প্রিয়াঙ্কা জানিয়েছে, সে বাংলা কবিতার একজন একনিষ্ট ভক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবছর এই দুজন ছাড়াও বাংলা বিভাগ থেকে বেশ কিছু ছাত্রছাত্রী সর্বভারতীয় নেট ও জেআরএফ পেয়েছে।
তথ্য সহায়তা: বর্ধমান টিভি