---Advertisement---

পুজোর আগেই বর্ধমান মেডিক্যালে চালু হচ্ছে চক্ষু জরুরি বিভাগ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবার শুরু হচ্ছে চক্ষু জরুরি পরিষেবা বা আই ইমারজেন্সি বিভাগ। আগামী মাসের শুরুতেই এই পরিষেবা শুরু করতে চলেছে হসপিটাল কর্তৃপক্ষ। এতদিন, জেলা সদর হাসপাতালে চক্ষু বহির্বিভাগ এবং ভর্তির ব্যবস্থা থাকলেও, জরুরি বিভাগে চোখের কোন ইউনিট ছিল না। চোখের মত গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে কোন ঝুঁকি যাতে না থাকে, সেই কারণেই জরুরী পরিষেবার মধ্যে চক্ষু বিভাগকে সংযুক্ত করা হল।

বিজ্ঞাপন

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সুত্রে জানা গেছে, অক্টোবর মাসের শুরু থেকেই জরুরী বিভাগে চক্ষু ইউনিট শুরু হবে। এখানে একজন করে চিকিৎসক এবং নার্সিং স্টাফ দায়িত্বে থাকবেন। মূলত, চোখের ক্ষেত্রে জরুরী চিকিৎসার কাজ এখানে করা হবে। হাসপাতালের এক কর্তার কথায়, সামনেই দুর্গাপূজা এবং দীপাবলি। এই সময়ে অনেক শিশু- কিশোর এবং বয়স্করাও বাজি ফাটাতে গিয়ে আহত হন। তাদের একটা বড় অংশ চোখের ক্ষতির সম্মুখীন হন। এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপের জন্যই চক্ষু বিভাগের জরুরী পরিষেবা আবশ্যিক ছিল বলে কর্তারা মনে করছেন। পাশাপাশি, বিভিন্ন দূর্ঘটনায় প্রচুর মানুষ চোখে আঘাত পান। তাদের ক্ষেত্রেও এই বিভাগ কাজে আসবে।

এতদিন বর্ধমান মেডিক্যালে চক্ষু বিভাগের জরুরী ইউনিট না থাকার সময়, কিভাবে চলত পরিষেবা? মেডিক্যালের দাবি, চোখের যদি কোন গুরুত্বপূর্ণ বা বিপদজনক কেস হাসপাতালে রাত-বিরেতে আসত, সেক্ষেত্রে চিকিৎসকদের ডেকে পাঠানো হত। তারপর ব্যবস্থা নেওয়া হত। কিন্তু, এবার থেকে এই সময়ও নষ্ট করতে রাজি নয় বর্ধমান মেডিক্যাল।

এই প্রসঙ্গে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, হাসপাতালে চোখের বড় বড় অস্ত্রোপচার হচ্ছে। বর্তমানে হাসপাতালে দুটি চোখের ও.টি. রয়েছে। বর্ধমান মেডিক্যাল আই ব্যাঙ্ক চালু করেছে। কিন্তু এতসবের পরেও জরুরী বিভাগে চক্ষু বিভাগের ইউনিট না থাকায় একটা সমস্যা হচ্ছিল। সেই কারণেই এই উদ্যোগ। পুজোর আগেই মানুষ এই পরিষেবার সুবিধা লাভ করতে পারবেন।

See also  কেন্দ্র সরকারের স্বাস্থ্য দপ্তরের স্বীকৃতি পেল পূর্ব বর্ধমানের তিনটি ব্লক স্বাস্থ্য কেন্দ্র

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---