---Advertisement---

বর্ধমানে অমৃতসর মেল থেকে ভুয়ো টিকিট পরীক্ষক গ্রেপ্তার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গলায় টাই, কোমরের বেল্টে ঝোলানো পরিচয়পত্র। সিভিল ড্রেসে হাতে ট্যাব নিয়ে মেল ট্রেনের স্লিপার ক্লাসের যাত্রীদের টিকিট চেক করছিলেন এক ব্যক্তি। আরপিএফ এর ট্রেন এসকর্ট পার্টির কর্তব্যরত অফিসারদের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই ধরা পড়ে গেল জালিয়াতি। ভুয়ো টিকিট চেকিংয়ের অপরাধে গ্রেপ্তার করা হয় মনোজিৎ গোস্বামী (২৩ বছর) নামে ওই যুবক কে। আরপিএফ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের বাড়ি বিহারের জামুই জেলার ঝাঁঝা থানার অন্তর্গত ধুমাটোলি এলাকায়।

বিজ্ঞাপন

আরপিএফ বর্ধমান পোস্ট সূত্রে জানা গেছে, আগাম খবরের ভিত্তিতে রবিবার রাত ৮টা ৪০ নাগাদ হাওড়া অমৃতসর আপ মেলে (১৩০০৫ আপ) ট্রেন এসকর্ট পার্টি অভিযান চালায়। সেই সময় ট্রেনের এস – ৯ কামরায় অফিসারদের নজরে আসে এক ব্যক্তি সিভিল ড্রেসে হাতে ট্যাব নিয়ে টিকিট চেকিং করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে ওই ব্যক্তি অসংলগ্ন কথাবার্তা বলে। কর্তব্যরত আরপিএফ অফিসার এরপরই ওই ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি ট্যাব, একটি মোবাইল ফোন ও একটি আইডেন্টিটি কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আরপিএফ এর এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার দোষ স্বীকার করেছে। পরবর্তীতে বাজেয়াপ্ত হওয়া সামগ্রী সহ অভিযুক্ত ব্যক্তিকে বর্ধমান জিআরপি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। জি আর পি সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে U/S 170/171/419/420 IPC-তে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে।

See also  একসঙ্গে ২৪টি বিষধর কেউটের বাচ্চা উদ্ধার,আতঙ্ক ভাতারে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---