স্বাস্থ্য

বর্ধমান মেডিক্যালে সিটি স্ক্যান বিকল, ভোগান্তির শিকার রোগীর পরিজনেরা, দ্রুত স্বাভাবিক করার আশ্বাস

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সিটি স্ক্যান মেশিন খারাপ থাকায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২-৩ দিন সিটি স্ক্যান মেশিন খারাপ। তাই রোগীদের সিটি স্ক্যান করানো যাচ্ছে না। সিটিস্ক্যান করার জন্য ছুটতে হচ্ছে অনাময় হাসপাতাল। এমনকি বেসরকারি জায়গাতে অধিক টাকা খরচ করে সিটি স্ক্যান করতে হচ্ছে রোগীদের। ফলে সমস্যা হচ্ছে। তবে হাসপাতালের আশ্বাস, মেশিনের যে যন্ত্রাংশ খারাপ হয়েছিল সেটি পাওয়া গিয়েছে, খুব দ্রুত সমস্যা মিটবে।

রোগী এবং পরিজনরা জানাচ্ছে, গত তিন দিন হল বর্ধমান মেডিক্যালের জরুরি বিভাগের উল্টো দিকে থাকা জি ৭ বিল্ডিংয়ের নীচে থাকা সিটি স্ক্যান মেশিনটি খারাপ হয়ে যায়। শনিবার বহির্বিভাগে রোগীর চাপ কিছুটা হলেও কম থাকায় এবং রবিবার বহির্বিভাগ বন্ধ থাকায় সিটি স্ক্যান মেশিনের উপর বিপুল চাপ কিছুটা হলেও কম ছিল। কিন্তু সোমবারে সেই চাপ দ্বিগুণ হয়ে যায়। ফলে মানুষের ভোগান্তির চিত্র অনেকটা প্রকাশ্যে চলে আসে।

মেডিক্যালের দাবি, এই সিটি স্ক্যান মেশিনটি উচ্চ ক্ষমতা সম্পন্ন। এই মেশিনের একটি দামি যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণেই সমস্যার শুরু। এই যন্ত্রাংশ জেলা বা কলকাতায় না মেলার কারণেই সমস্যা বড় আকার নেয়। তবে আশার বাণী এটাই যে, সোমবার যন্ত্রাংশ মিলেছে। খুব দ্রুত মেশিন সারিয়ে কাজ শুরু হবে। হাসপাতালে সুপারের দাবি, যন্ত্রাংশ চলে এসেছে। টেস্টিং শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

Recent Posts