পশ্চিমবঙ্গ

মেমারিতে লরির চাকায় পিষ্ট হয়ে ক্ষেতমজুর স্বামীর মৃত্যু, জখম স্ত্রী

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: সোমবার ভোরে স্বামী স্ত্রী দুজনে মোটর সাইকেল নিয়ে চাষের কাজে যাবার সময় লরির ধাক্কায় মৃত্যু হল স্বামীর। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্ত্রী। মৃত ক্ষেতমজুরের নাম নাড়ুগোপাল ক্ষেত্রপাল। আহত স্ত্রীর নাম সনকা ক্ষেত্রপাল। দুর্ঘটনাটি ঘটেছে মেমারি থানার দেবীপুর স্টেশন ব্রীজের বটতলার কাছে। দুর্ঘটনার পর দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাড়ুগোপাল ক্ষেত্রপাল কে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম স্ত্রী সনকা ক্ষেত্রপালকে বর্ধমানে অনাময় হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর ৪-২০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বর্ধমানে ধান রোয়ার কাজের জন্য স্বামী স্ত্রী বাইকে করে দেবীপুর রেলস্টেশনে ট্রেন ধরবে বলে যাচ্ছিলেন। সেইসময় দেবীপুর স্টেশন ব্রীজের বটতলার কাছে একটি দশচাকার ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে মোটর সাইকেলটির। ঘটনা স্থলে নাড়ুগোপাল ক্ষেত্রপাল চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়। স্ত্রী সনকা ক্ষেত্রপাল গুরুতর জখন হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

Advertisement